Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

কানে এশিয়ার শিক্ষার্থী নির্মাতারা জিতলেন ৪০ লাখ টাকার বেশি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

(বাঁ থেকে) মিকি তানাকা, নাটালি মিরাসইয়ান, হেয়ো গায়ং ও কু জিজং (ছবি: কান উৎসব)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরে শিক্ষার্থী নির্মাতাদের শাখা লা সিনেফে প্রথম পুরস্কার জিতলো দক্ষিণ কোরিয়ার হেয়ো গায়ং পরিচালিত ‘ফার্স্ট সামার’। তিনি কোরিয়ান অ্যাকাডেমি অব ফিল্ম আর্টসের (কেএএফএ) ছাত্রী। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা আগামীতে কান উৎসবে স্থান পাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। একইসঙ্গে পুরস্কার হিসেবে এই তরুণের ব্যাংক অ্যাকাউন্টে গেছে ১৫ হাজার ইউরো (২০ লাখ ৭০ হাজার টাকা)।

গতকাল (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) ফ্রান্সের দক্ষিণে কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে ২৮তম লা সিনেফ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তখন মঞ্চে ছিলেন এবারের আসরের শর্টফিল্ম ও লা সিনেফ শাখার বিচারকদের প্রধান জার্মান পরিচালক মারেন আদে। এছাড়া ছিলেন অন্য চার বিচারক আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ। পুরস্কার প্রদান শেষে দেখানো হয় বিজয়ী শর্টফিল্মগুলো।

‘ফার্স্ট সামার’ শর্টফিল্মের পোস্টার (ছবি: কোরিয়ান অ্যাকাডেমি অব ফিল্ম আর্টস)

প্রথম পুরস্কার জয়ী ‘ফার্স্ট সামার’-এর দৈর্ঘ্য ৩০ মিনিট। এর গল্প ইয়োংসান নামের এক বৃদ্ধাকে কেন্দ্র করে। নাতনির বিয়ের পরিবর্তে প্রেমিক হাকসুর স্মরণসভায় যোগ দিতে চান তিনি।

পালে দে ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে এবারের আসরের শর্টফিল্ম ও লা সিনেফ শাখার বিচারকদের সঙ্গে বিজয়ীরা (ছবি: কান উৎসব)

লা সিনেফে দ্বিতীয় হয়েছে চীনের বেইজিং ফিল্ম অ্যাকাডেমির (বিএফএ) শিক্ষার্থী কু জিজং পরিচালিত ‘টুয়েলভ মোমেন্টস বিফোর দ্য ফ্ল্যাগ-রাইজিং সিরিমনি’। পুরস্কার হিসেবে তার হাতে এসেছে ১১ হাজার ইউরো (১৫ লাখ ২০ হাজার টাকা)। ১৬ মিনিট দৈর্ঘ্যের শর্টফিল্মটির গল্প বেইজিং শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের পতাকা উত্তোলন অনুষ্ঠানকে কেন্দ্র করে।

‘টুয়েলভ মোমেন্টস বিফোর দ্য ফ্ল্যাগ-রাইজিং সিরিমনি’ শর্টফিল্মের দৃশ্য (ছবি: বেইজিং ফিল্ম অ্যাকাডেমি)

লা সিনেফের এবারের আয়োজনে যৌথভাবে তৃতীয় হয়েছে জাপানের এনবু সেমিনার-এর শিক্ষার্থী মিকি তানাকা পরিচালিত ‘সেপারেটেড’ ও এস্টোনিয়ান অ্যাকাডেমি অব আর্টসের শিক্ষার্থী নাটালি মিরাসইয়ান পরিচালিত অ্যানিমেটেড শর্টফিল্ম ‘উইন্টার ইন মার্চ’। তারা পুরস্কারের ৭ হাজার ৫০০ ইউরো (১০ লাখ ৪০ হাজার টাকা) ভাগাভাগি করেছেন।

‘সেপারেটেড’ শর্টফিল্মের দৃশ্য (ছবি: এনবু সেমিনার)

৪৮ মিনিট দৈর্ঘ্যের শর্টফিল্ম ‘সেপারেটেড’-এর গল্প কিশিদা নামের একজন আঞ্চলিক ব্যাংক কর্মচারীকে কেন্দ্র করে। হঠাৎ সে টোকিও সদর দপ্তরে বদলি হয়ে যায়। আর কোথাও যাওয়ার সুযোগ না পেয়ে কিশিদা সাময়িকভাবে টোকিওতে স্কুলের বন্ধু কুরার সঙ্গে থাকে, যে এখন একজন মুক্তমনা ফিল্মমেকার।

এস্টোনিয়ার ১৬ মিনিট দৈর্ঘ্যের শর্টফিল্ম ‘উইন্টার ইন মার্চ’-এর গল্প এক দম্পতিকে কেন্দ্র করে। দুই জনই অল্পবয়সী। রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে অসহায় হয়ে তারা বাড়ি ছেড়ে চলে যায়। তাদের এই পালিয়ে যাওয়া পরিণত হয় অবাস্তব দুঃস্বপ্নে।

‘উইন্টার ইন মার্চ’ শর্টফিল্মের দৃশ্য (ছবি: এস্টোনিয়ান অ্যাকাডেমি অব আর্টস)

আয়োজকরা উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে সিনেমা দ্যু পান্তিয়োনে আগামী ৬ জুন লা সিনেফ শাখার বিজয়ী শর্টফিল্মগুলোর প্রদর্শনী হবে।

কান উৎসবের সাবেক পরিচালক জিলস ইয়াকব ১৯৯৮ সালে চালু করেন সিনেফঁদাসো বিভাগ। এবার বসেছিল এর ২৮তম আসর। এতে জমা পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের ৬৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৬৭৯টি শর্টফিল্ম। সেখান থেকে নির্বাচিত হয়েছে ১৬টি শর্টফিল্ম।

সিনেমাওয়ালা প্রচ্ছদ