Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

কান উৎসবে স্পেশাল মেনশন সম্মান পেলো বাংলাদেশের ‘আলী’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আদনান আল রাজীব ও তৌফিক বারহোম (ছবি: কান উৎসব)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরে স্পেশাল মেনশন পেলো বাংলাদেশের শর্টফিল্ম ‘আলী’। আজ (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। শর্টফিল্ম ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে ‘আলী’কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান। তখন অতিথি সারিতে বসে থাকা ‘আলী’র পরিচালক আদনান আল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে অভিনন্দনে সিক্ত করেন তাকে।

কানের ইতিহাসে শর্টফিল্ম বিভাগে বাংলাদেশের প্রথম ছবি ‘আলী’। ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে!

‘আলী’র দৃশ্য (ছবি: রানআউট ফিল্মস)

শর্টফিল্ম বিভাগে স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’। শর্টফিল্ম ও লা সিনেফ শাখায় মারেন আদের নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ