গান বাজনা
রাজের সঙ্গে নাচের ঝড় তুলে চমকে দিলেন তাসনিয়া ফারিণ

‘ইনসাফ’ সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ (ছবি: তিতাস কথাচিত্র)
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে নাচে-গানে পর্দা মাতাতে আসছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’ সিনেমায় থাকছে তাদের ঝলমলে পরিবেশনা। এরই ঝলক দেখা গেলো ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ শিরোনামের একটি গানে। আজ (৪ জুন) সন্ধ্যা ৭টায় অবমুক্ত হয়েছে এটি। এতে নায়িকার বাঁধভাঙা নাচ ও চারপাশ রঙিন করে দেওয়া অভিব্যক্তি নজর কেড়েছে দর্শকদের।
নতুন গানে জমকালো সাজে হাজির হয়েছেন তাসনিয়া ফারিণ। ড্যান্স ফ্লোরে তিনি রীতিমতো ঝড় তুলেছেন বলা যায়। তার এমন ঝলমলে উপস্থিতি আর পারফরম্যান্স চমকে দেওয়ার মতোই। শরিফুল রাজ র্যাপে ঠোঁট মেলানোর পাশাপাশি তাসনিয়া ফারিণকে নিয়ে মনপ্রাণ খুলে নেচেছেন। এবারই প্রথম পর্দায় জুটি বেঁধেছেন তারা।

‘ইনসাফ’ সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে তাসনিয়া ফারিণ (ছবি: তিতাস কথাচিত্র)
দুই বাংলায় গত দুই বছর পৃথক দুটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও নাচ-গান-অ্যাকশনে মোড়ানো সিনেমায় এবারই প্রথম দেখা যাবে তাসনিয়া ফারিণকে। ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটির মাধ্যমে নাচে নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি। এতে কণ্ঠ দিয়েছেন মিলা ও ব্ল্যাক জ্যাং। ‘কুলি’ (১৯৯৭) সিনেমায় চিত্রনায়িকা পপির ঠোঁট মেলানো মিল্টন খন্দকারের হুকলাইন ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটাই রে’ ব্যবহার করে গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনায় শওকত আলী ইমন।
এর আগে ‘ইনসাফ’ সিনেমার ‘তোমার খেয়ালে’ গানে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণের মধুর রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। এটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। এর কথা লিখেছেন তন্ময় পারভেজ, সুর ও সংগীত পরিচালনায় আরাফাত মহসীন নিধি।

‘ইনসাফ’ সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ (ছবি: তিতাস কথাচিত্র)
ওপার বাংলার সুপারস্টার জিৎ অভিনীত ও প্রযোজিত ‘মানুষ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় জন্য প্রথমবার কাজ করেন সঞ্জয় সমদ্দার। দেশে তার পরিচালিত প্রথম সিনেমা ‘ইনসাফ’। এতে শরিফুল রাজ একজন গ্যাংস্টার ও তাসনিয়া ফারিণ অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। তিতাস কথাচিত্র প্রযোজিত এই সিনেমায় অন্যরকম একজন ডাক্তারের চরিত্রে বড় পর্দায় আসছেন অভিনেতা মোশাররফ করিম। ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে তার উপস্থিতিও আছে।
খোরশেদ আলম খসরু ও মো. আবুল কালাম প্রযোজিত ‘ইনসাফ’ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ‘এ’ (প্রাপ্তবয়স্ক) সনদ পেয়েছে। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ২৬ সেকেন্ড।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
