স্টার জোন
হাসপাতালে জাহিদ হাসান কেমন আছেন

জাহিদ হাসান (ছবি: ফেসবুক)
অভিনেতা জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। যদিও তাকে আরো কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে।
জানা গেছে, গত ৬ জুন ঈদের আগের দিন হাসপাতালে ভর্তি হয়েছেন জাহিদ হাসান। কারণ এর আগে দুই দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন তিনি।
জাহিদ হাসানের সঙ্গে হাসপাতালে আছেন তার স্ত্রী মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তাদের দুই সন্তানের নাম জোহায়রা জাহিদ পুষ্পিতা ও জারিফ জাহিদ সাইম।

ছেলেমেয়েদের সঙ্গে জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ দম্পতি (ছবি: ফেসবুক)
এদিকে ঈদুল আজহা উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত নতুন সিনেমা ‘উৎসব’। এতে কৃপণ জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। জাহাঙ্গীরের তরুণ বয়সের ভূমিকায় আছেন সৌম্য জ্যোতি। ভূতের চরিত্রে পর্দায় এসেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও অপি করিম। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল ও সাদিয়া আয়মান।

‘উৎসব’ সিনেমার দৃশ্যে জাহিদ হাসান (ছবি: চরকি)
ঢাকা ও চট্টগ্রাম মিলিয় সাতটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘উৎসব’। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ– এমন প্রতিপাদ্য নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। ১৮৪৩ সালে প্রকাশিত ব্রিটিশ সাহিত্যিক-সাংবাদিক চার্লস ডিকেন্সের ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ উপন্যাসে অনুপ্রাণিত ‘উৎসব’-এর গল্প এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে। বিভিন্ন আত্মার সাক্ষাতের পর লোকটি ধীরে ধীরে বদলে যেতে থাকে।

(বাঁ থেকে) সুনেরাহ বিনতে কামাল, জাহিদ হাসান, আফসানা মিমি, তানিম নূর, ইন্তেখাব দিনার, অপি করিম, চঞ্চল চৌধুরী ও সাদিয়া আয়মান (ছবি: চরকি)
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ রচনায় আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। চিত্রগ্রহণ করেছেন রাশেদ জামান। ‘উৎসব’ প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় চরকি। ছবিটির সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান লাফিং এলিফ্যান্ট।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
