গান বাজনা
বিয়েবিচ্ছেদের কথা জানালেন কনা

দিলশাদ নাহার কনা (ছবি: শিথিল রহমান)
কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার বিয়েবিচ্ছেদ হয়েছে। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে আর একছাদের নিচে থাকছেন না তিনি। তাদের ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই তারকা জানিয়েছেন, ৯ দিন আগেই স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে।
গতকাল (২৫ জুন) রাত ১০টা ৫০ মিনিটের সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনা লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনই যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি ও গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’

দিলশাদ নাহার কনা (ছবি: শিথিল রহমান)
দু’জনের দুটি পথ দু’দিকে বেঁকে যাওয়ার বার্তা দিয়ে কনা উল্লেখ করেন, ‘এটি আমাদের দুই জনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিলো। আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই পথে হেঁটেছি। আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকবো।’
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কনার প্রত্যাশা, ‘জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুই জনই যেন শান্তিতে ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, সেজন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

দিলশাদ নাহার কনা (ছবি: শিথিল রহমান)
নিজের আগামী পরিকল্পনা প্রসঙ্গে কনা যোগ করেছেন, ‘এই মুহূর্তে আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যে কাজের মাধ্যমে আমি এতোদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন; সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদান্তে, আপনাদের স্নেহধন্য, দিলশাদ নাহার কনা।’
টানা সাত বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান কনা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস