টালিউড
জয়ার ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার শেয়ার দিলেন অমিতাভ বচ্চন

‘ডিয়ার মা’ সিনেমার দৃশ্যে জয়া আহসান (ছবি: অপাস কমিউনিকেশন্স)
অভিনেত্রী জয়া আহসান উচ্ছ্বসিত! তার অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। সেই সঙ্গে জানিয়েছেন শুভকামনা। আজ (৪ জুলাই) ফেসবুকে তিনি লিখেছেন, ‘টোনিদা, আমার শুভেচ্ছা সবসময় রয়েছে।’
পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীকে ভালোবেসে ‘টোনিদা’ নামে ডাকেন সহকর্মীরা। তার ‘পিঙ্ক’ (২০১৬) সিনেমায় আইনজীবী দীপক সেহগাল চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। সেই সূত্রে তাদের হৃদ্যতা।
অমিতাভের পোস্টের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, “শুক্রবারের সকাল শুরু হলো দারুণভাবে। ‘ডিয়ার মা’-এর ট্রেলার শেয়ার দিলেন অমিতাভ বচ্চন। সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৮ জুলাই।”
‘ডিয়ার মা’-এর মাধ্যমে ১০ বছর পর আবার বাংলা সিনেমা পরিচালনা করলেন অনিরুদ্ধ রায় চৌধুরী। ৬০ বছর বয়সী এই নির্মাতার সর্বশেষ হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ মুক্তি পায় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। এটি ছিলো জয়া আহসানের প্রথম হিন্দি সিনেমা। আবার তারা একসঙ্গে কাজ করেছেন।

‘ডিয়ার মা’ সিনেমার দৃশ্যে জয়া আহসান ও শাশ্বত চট্টোপাধ্যায় (ছবি: অপাস কমিউনিকেশন্স)
গতকাল (৩ জুলাই) সন্ধ্যায় মুক্তি পেয়েছে ‘ডিয়ার মা’ সিনেমার ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলার। এর ট্যাগলাইন ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান?’ এতে উঠে এসেছে মা ও মেয়ের সম্পর্কের টানপোড়েন। মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ট্রেলারে বোঝা যায়, জয়ার চরিত্রটিকে আসল মা মনে করে না কিশোরী ঝিমলি। মায়ের প্রতি দিনে দিনে ক্ষোভ তৈরি হয় তার মনে। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন দত্তক নেওয়া মেয়েটি হারিয়ে যায়। অতঃপর পুলিশের শরণাপন্ন হন জয়া। কিন্তু তিনি কি সব সত্যি বলেন? সেই উত্তর মিলবে সিনেমার পুরো গল্পে।

‘ডিয়ার মা’ সিনেমার দৃশ্যে চন্দন রায় সান্যাল ও জয়া আহসান (ছবি: অপাস কমিউনিকেশন্স)
পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। জয়ার স্বামীর ভূমিকায় আছেন চন্দন রায় সান্যাল। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পদ্মপ্রিয়া, অনুভা ফতেপুরিয়া, ধৃতিমান চট্টোপাধ্যায়, শায়ন মুন্সি, বিশ্বজিৎ চক্রবর্তী, সুশ্নাত ভট্টাচার্য, অহনা, নান্দিকা দাসসহ অনেকে। সিনেমাটির গল্প লিখেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী ও শাক্যজিৎ ভট্টাচার্য। প্রযোজনায় ফ্লায়িং কালারস পিকচার্স, এবিপি ক্রিয়েশন্স, অপাস কমিউনিকেশন্স, এইস অব স্পেডস এন্টারটেইনমেন্ট।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
