Connect with us

বলিউড

সিদ্ধার্থ-কিয়ারা এখন বাবা-মা, নরমাল ডেলিভারিতে জন্ম নিলো সন্তান

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির সংসারে আনন্দের বন্যা। কন্যাসন্তানের মা হয়েছেন কিয়ারা। মেয়েকে কোলে নিয়ে বেজায় খুশি ৪০ বছর বয়সী সিদ্ধার্থ। মা ও সন্তান দুই জনই সুস্থ আছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল (১৫ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) প্রথম সন্তানের জন্ম দেন কিয়ারা। মঙ্গলবার সকাল থেকে হাসপাতালে দেখা গেছে সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা ও দুই পরিবারের অন্যদের। সবাই শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হয়েছেন। তারকা যুগলকে ফোন করে ও মেসেজ দিয়ে শুভকামনা জানিয়েছেন বলিউডের অনেকে।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি (ছবি: ইনস্টাগ্রাম)

মা-বাবা হওয়ার পর যৌথ বিবৃতি দিয়ে তারকা দম্পতি লিখেছেন, ‘আমাদের হৃদয় আজ খুশিতে পরিপূর্ণ। আজ থেকে আমাদের জীবন যেন বদলে গেলো। আমাদের জীবনে কন্যাসন্তান এসেছে।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের তহবিল সংগ্রহের বার্ষিক আয়োজন ‘মেট গালা’য় গত মে মাসের প্রথম সোমবার প্রথমবার বেবি বাম্পে হাজির হন কিয়ারা। তিনি পরেছেন ডিজাইনার গৌরব গুপ্তের তৈরি করা কাঁধখোলা গাউন। তারপর আর ক্যামেরার সামনে ধরা দেননি ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।

তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা (ছবি: এক্স)

গত ২৮ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় কিয়ারা একটি ছবি শেয়ার করেন। এতে তার ও সিদ্ধার্থের দুই হাতের ওপর রাখা শিশুদের উপযোগী ক্রিম রঙের একজোড়া মোজা দেখা যায়। বেবি অ্যাঞ্জেল ইমোজি জুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শিগগিরই আসছে।’  অবশেষে অপেক্ষার অবসান হলো সিদ্ধার্থ-কিয়ারার। মেয়ের বাবা-মা হলেন তারা।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিক ‘শেরশাহ’ সিনেমায় বিষ্ণুবর্ধনের পরিচালনায় প্রথমবার জুটি বাঁধেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। যদিও তাদের প্রথম পরিচয় ২০১৮ সালে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিস’ সিরিজ়ের পার্টিতে। এর একটি গল্পে অভিনয় করেন কিয়ারা। এটি পরিচালনা করেন করণ জোহর। শুটিং শেষে আয়োজিত পার্টিতে অতিথি ছিলেন সিদ্ধার্থ। কারণ করণ জোহরের হাত ধরেই ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এই তারকার।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৯ সালের ইংরেজি নববর্ষে ছুটি কাটাতে দক্ষিণ আফ্রিকায় উড়ে যান সিদ্ধার্থ-কিয়ারা। তবে সম্পর্কের কথা তখনো স্বীকার করেননি তারা। ২০২১ সালে একসঙ্গে মালদ্বীপ ভ্রমণে যান দু’জনে। ২০২২ সালে দুবাইতে অবকাশযাপন করতে দেখা যায় তাদের। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি ভারতের জয়সালমারে রাজকীয় আবহে বিয়ে করেন ‘শেরশাহ’ জুটি। বিয়ের প্রায় আড়াই বছর পর দুই থেকে তিন হলেন তারা।

এদিকে কিয়ারার নতুন সিনেমা ‘ওয়ার টু’ মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট। এতে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তার রসায়ন ও অ্যাকশন দেখা যাবে। অয়ন মুখার্জির পরিচালনায় এই সিনেমায় খলচরিত্রে থাকছেন তেলুগু তারকা এনটিআর জুনিয়র।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা (ছবি: ইনস্টাগ্রাম)

কিয়ারার কান্নাডা ভাষার সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ বড় পর্দায় আসবে ২০২৬ সালের ১৯ মার্চ। এতে তার সহশিল্পী যশ, নয়নতারা, তারা সুতারিয়া ও হুমা কুরেশি। এটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস।

অন্যদিকে বলিউড অভিনেত্রী জানভি কাপুরের বিপরীতে ‘পরম সুন্দরী’তে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। এটি আগামী আগস্টেই মুক্তি পাওয়ার কথা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ