Connect with us

শুভেচ্ছা

আফজাল হোসেনের ৭১তম জন্মদিনে তারকারা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আফজাল হোসেনের ৭১তম জন্মদিনে তারকারা (ছবি: চ্যানেল আই)

অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের ৭১তম জন্মদিন আজ (১৯ জুলাই)। এ উপলক্ষে চ্যানেল আইতে বসেছিল তারার মেলা। তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অভিনেতা আবুল হায়াত, চঞ্চল চৌধুরী, অভিনেত্রী আফসানা মিমি, মডেল নোবেল। এছাড়া ছিলেন আফজাল হোসেনের স্ত্রী তানজিন হালিম ও তাদের পরিবারের সদস্যরা। 

‘৭১-এ আফজাল, অভিনয়ে ৫০’ নামের অনুষ্ঠানে তাকে উত্তরীয় ও ক্রেস্ট তুলে দেন আবুল হায়াত। পরে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অভিনেত্রী ত্রপা মজুমদার।

আফজাল হোসেনের ৭১তম জন্মদিনে তারকারা (ছবি: চ্যানেল আই)

আফজাল হোসেন ১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে অভিনেতা, নির্মাতা, চিত্রশিল্পী, উপস্থাপক, লেখক ও কবি। অনেক গুণে গুণান্বিত এই শিল্পী টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন। বড় পর্দায় তার সিনেমাগুলো দর্শকপ্রিয় হয়েছে। এরমধ্যে রয়েছে ‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’, ‘ঢাকা অ্যাটাক’, ‘তাণ্ডব’।

শিল্পকলায় অবদানের জন্য ২০২২ সালে একুশে পদকে ভূষিত হন আফজাল হোসেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ