টালিউড
পশ্চিমবঙ্গের সিনেমাটি শেষমেষ ফিরিয়ে দিলেন খায়রুল বাসার, কারণ…

খায়রুল বাসার (ছবি: ফেসবুক)
বলিউড তারকা শারমান জোশির সঙ্গে একই বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করলেন অভিনেতা খায়রুল বাসার। ‘ভালোবাসার মরসুম’ নামের এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু শিডিউল জটিলতার কারণে শেষ পর্যন্ত সরে আসতে হয়েছে তাকে।
গতকাল (২৫ জুলাই) দুই বাংলার বিভিন্ন সংবাদমাধ্যমে ‘ভালোবাসার মরসুম’ সিনেমার অভিনয়শিল্পীদের নাম প্রকাশিত হয়। তাদের মধ্যে খায়রুল বাসার ছাড়াও আছেন বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা। শারমান জোশির সঙ্গে জুটি বাঁধবেন তিনি। এছাড়া থাকছেন পশ্চিমবঙ্গের সুস্মিতা চট্টোপাধ্যায়। কিন্তু হঠাৎ নিজের নাম প্রত্যাহার করে নিলেন খায়রুল বাসার। এ নিয়ে সিনেমাটির পরিচালক এমএন রাজ নাখোশ। তিনি সোশ্যাল মিডিয়ায় বাসারকে অপেশাদার আখ্যা দিয়ে সমালোচনা করেছেন।

সুস্মিতা চট্টোপাধ্যায়, শারমান জোশি ও তানজিন তিশা (ছবি: ফেসবুক)
ফেসবুকে খায়রুল বাসার লিখেছেন, ‘এই সিনেমায় সম্পৃক্ত হওয়ার কথাবার্তা আগাচ্ছিলো। খুব শিগগিরই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সঙ্গত কারণে এই সিনেমায় থাকতে পারছি না। যথেষ্ট বিনয় ও আন্তরিক বিবেচনা প্রার্থনা করে হোয়াটসঅ্যাপে পরিচালককে এই ব্যাপারটি দুই পর্বে জানিয়েছি। আমার ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে আমার শুভাকাঙ্ক্ষীদের ব্যাপারটা পরিষ্কার করেছি।’
গতকাল বিকেল থেকে কিছু খবরের শিরোনাম দেখে অবাক হয়েছেন খায়রুল বাসার! তার লেখায়, ‘আমি নাকি এক-চতুর্থাংশ সম্মানী নিয়ে সিনেমাটি করছি না, এমনটাই জানিয়েছেন পরিচালক। যেন আগামীকাল শুটিং আর আমার জন্য শুটিং থেমে গেলো! অথচ আমাদের আলাপ হয়েছে ২২ জুলাই আর আজ ২৫ জুলাই। বিভিন্ন মাধ্যমে সিনেমার খবর আসায় আমি দ্রুত শিডিউল জটিলতার সমাধান খুঁজেছি।’

খায়রুল বাসার (ছবি: ফেসবুক)
খায়রুল বাসার প্রশ্ন রেখেছেন, ‘আলোচনা হওয়ার পরবর্তী তিন দিনের মধ্যে কাজ করতে না পারার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া ও কনফার্মেশনের টাকা ফেরত পাঠানোর কথা জানানো কীভাবে অপেশাদার আচরণ হতে পারে?’
ফেসবুক পোস্টে এর পরের অংশে আর্থিক বিষয়ের বিবরণ দিয়েছেন খায়রুল বাসার, ‘চুক্তি সই করার অঙ্ক হলো মোট সম্মানীর ৫০ শতাংশ। আমি এটি গ্রহণ করিনি আর চুক্তিনামায় সইও করিনি। কনফার্মেশনের টাকা হিসেবে একটি অঙ্ক তারা আমাকে পাঠিয়েছিলেন। সবই যথেষ্ট আন্তরিকতার সঙ্গে হয়েছে। আজ অত্যন্ত বিনয়ের সঙ্গে আমার সিদ্ধান্ত জানিয়েছি ও আমার সীমাবদ্ধতাকে আন্তরিকভাবে বিবেচনা করার অনুরোধ রেখেছি। কনফার্মেশনের টাকা ফেরত দিতে ব্যাংকের হিসাব নম্বর আমি চেয়ে রেখেছি, তবে তারা এখনো পাঠাননি। শুটিং শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। আমি ২২ জুলাই আলাপ করে ২৫ জুলাই সিদ্ধান্ত জানিয়েছি যে, কাজটি শিডিউল জটিলতায় করতে পারছি না। এমন কোনো সিদ্ধান্ত দেইনি যে, আমি কাজটা করতে পারছি না; তাই আমার পরিবর্তে আর কাউকে ভাবতে পারবেন না। এটা খুব স্বাভাবিক ব্যাপার!’

খায়রুল বাসার (ছবি: ফেসবুক)
খায়রুল বাসারের দাবি, “আলোচনার পরবর্তী তিন দিনের মধ্যে আমার সীমাবদ্ধতা ও সিদ্ধান্ত জানিয়েছি। পরিচালক আমাকে প্রস্তাব দেওয়া চরিত্রটির জন্য অন্য কাউকে ভাববেন ও আমাকে কনফার্মেশন হিসেবে পাঠানো টাকা ফেরত নেবেন। ধন্যবাদ। ‘ভালোবাসার মরশুম’-এর জন্য শুভকামনা।”
‘থ্রি ইডিয়টস’ (২০০৯) সিনেমার রাজু চরিত্রের জন্য সবশ্রেণির দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পান শারমান জোশি। ‘ভালোবাসার মরশুম’ হতে যাচ্ছে তার প্রথম বাংলা সিনেমা। এজন্য বাংলা ভাষা শিখতে শুরু করেছেন ৪৬ বছর বয়সী এই তারকা। আগামী মাসে কলকাতায় আসছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস