শুভেচ্ছা
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটিং প্যানেলে ফিরলেন বাংলাদেশের জনি হক

জনি হক (ছবি: সাজ্জাদ হোসেন)
টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ভোটার নির্বাচিত হলেন বাংলাদেশের সাংবাদিক, গীতিকবি ও চলচ্চিত্র সমালোচক জনি হক। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ৮৩তম আসরে ভোটিং প্যানেলে জায়গা পেয়েছেন তিনি। গত বছর ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে প্রথমবার আন্তর্জাতিক ভোটার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয় তাকে।
শুক্রবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন দেশের ৩৮৯ জন ভোটারের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশিত হয়েছে।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ভোটার হিসেবে টানা দ্বিতীয়বার আমন্ত্রণ পেয়ে গর্বিত জনি হক। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের দারুণ সব চলচ্চিত্র ও টেলিভিশন কন্টেন্ট দেখে মতামত দেওয়ার সুযোগ আবার পাওয়া আমার কাছে অনেক বড় সম্মানের বিষয়। কারণ আমার ভোটে নির্বাচিত হবেন গোল্ডেন গ্লোবসের মনোনীত ও বিজয়ীরা। বৈশ্বিক এই আয়োজনে একজন বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করতে পারা ও ভোট প্রদানের সুযোগ পাওয়া আমার কাছে গর্বের ব্যাপার। আগেরবারের মতোই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবো।’
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত আছেন জনি হক। দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন তিনি। ২০১৫ সাল থেকে টানা সাতবার ও সব মিলিয়ে আটবার কান চলচ্চিত্র উৎসব কভার করার অভিজ্ঞতা আছে তার। দক্ষিণ কোরিয়ায় বুসান চলচ্চিত্র উৎসবও কভার করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি গীতিকার হিসেবেও তার পরিচিতি আছে। ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা গীতিকার হিসেবে পুরস্কার জিতেছেন তিনি।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের অফিসিয়াল ওয়েবসাইটে জনি হকের সংক্ষিপ্ত বায়োগ্রাফি (ছবি: গোল্ডেন গ্লোবস)
গতবারের অভিজ্ঞতা প্রসঙ্গে জনি হক বলেন, ‘৮২তম গোল্ডেন গ্লোবসের আন্তর্জাতিক ভোটার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কিছু অনন্য মুহূর্তের সুবাদে সমৃদ্ধ হয়েছি। নানান ভাষার শত শত সিনেমা ও টিভি কন্টেন্ট দেখার সুযোগ পেয়েছি। সেগুলোর বেশিরভাগই এত উঁচুমানের কাজ যে, ভোটার হিসেবে কাজ করা ছিল চ্যালেঞ্জিং। ভোট দেওয়ার পর দেখেছি, আমার ভোট পাওয়া অধিকাংশ কলাকুশলী মনোনয়ন তালিকা ও বিজয়ী তালিকায় জায়গা করে নিয়েছেন। পরবর্তী সময়ে অস্কারেও তারা সাফল্য পেয়েছেন। আশা করি, এবারও আমার দারুণ কিছু অভিজ্ঞতা হবে।’
জনি হকের পাশাপাশি ৮৩তম গোল্ডেন গ্লোবসের আন্তর্জাতিক ভোটার তালিকায় আছেন বাংলাদেশের আরও চার জন। তারা হলেন সাদিয়া খালিদ ঋতি, আদর রহমান, মনজুরুল আলম ও পার্থ সন্জয়।

জনি হক (ছবি: সাজ্জাদ হোসেন)
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্র ও টেলিভিশন কন্টেন্ট দেখে ভোট দেবেন আন্তর্জাতিক ভোটাররা। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ভোটিং প্যানেলের ভোটেই মনোনয়ন ও বিজয়ী তালিকা চূড়ান্ত হবে। ৮৩তম আসরে যুক্ত হয়েছে নতুন বিভাগ সেরা পডকাস্ট। সব মিলিয়ে ২৮টি বিভাগে দেওয়া হবে পুরস্কার।
২০২৬ সালের ১১ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর হওয়ার কথা রয়েছে। এর আগে মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে আগামী ৮ ডিসেম্বর। গত আসরের মতো আবারও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান কমেডিয়ান-অভিনেত্রী নিকি গ্লেজার।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস