Connect with us

শুভেচ্ছা

মেয়ের বাবা হলেন শ্যামল মাওলা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শ্যামল মাওলার কোলে কন্যাসন্তান (ছবি: ফেসবুক)

প্রথম সন্তানের বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা। গতকাল (৩ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী মাহা শিকদার কন্যাসন্তান জন্ম দিয়েছেন। তার নাম রাখা হয়েছে সানাভ মাওলা। মা ও মেয়ে উভয়ে সুস্থ আছে।

মেয়েকে কোলে নিয়ে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবরটি জানিয়েছেন শ্যামল মাওলা। তিনি লিখেছেন, ‘পৃথিবী গ্রহে একটি নতুন তারার আগমন।’ এর সঙ্গে প্রজাপতি ও ডানার ইমোজি জুড়ে দিয়েছেন এই তারকা।

বাবা হওয়ায় শ্যামল মাওলাকে অভিনন্দন জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে।

শ্যামল মাওলা ও মাহা শিকদার (ছবি: ফেসবুক)

২০২০ সালের ১০ অক্টোবর ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান শ্যামল মাওলা। দাম্পত্য জীবনের সাড়ে চার বছর পর তাদের পরিবার বড় হলো।

শ্যামল মাওলাকে সর্বশেষ বঙ্গতে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘কানাগলি’তে দেখা গেছে। এতে শহরের সুন্দরী নারীদের খুন হওয়া নিয়ে রহস্যের জাল উন্মোচন করা পুলিশ কর্মকর্তা মাহফুজের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঋদ্ধ শরিফের গল্প নিয়ে এটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ।

মঞ্চনাটকে কাজ করার পর ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় শ্যামল মাওলার। ২০১৮ সালের এপ্রিলে সৈয়দ আহমেদ শাওকীর ‘ক্যাশ’ দিয়ে ওটিটিতে নাম লেখান তিনি। মাঝে সিনেমায় দেখা গেছে তাকে। তার নতুন সিনেমা ‘নাদান’ ও ‘অমনিবাস’ মুক্তির অপেক্ষায় আছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ