Connect with us

টালিউড

পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রীর পরিচালনায় চঞ্চল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

চঞ্চল চৌধুরী ও ব্রাত্য বসু (ছবি: ফেসবুক, এক্স)

পশ্চিমবঙ্গে সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় ফিল্মমেকার মৃণাল সেনের ভূমিকায় দারুণ অভিনয় করে প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। এবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, পরিচালক ও অভিনেতা ব্রাত্য বসুর পরিচালনায় তার কাজ করার কথা শোনা যাচ্ছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে ‘টান’ সিনেমায় দেখা যেতে পারে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন এক প্রতিবেদনে, ব্রাত্য বসুর পরিচালনায় চঞ্চলের অভিনয়ের খবর প্রকাশ করেছে। দুর্গাপূজার পর আগামী অক্টোবরে শুটিং শুরুর পরিকল্পনা করা হয়েছে। এখন চিত্রনাট্য তৈরির পাশাপাশি অভিনয়শিল্পীদের ‘লুক’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

চঞ্চল চৌধুরী (ছবি: ফেসবুক)

সিনেমাটির গল্প একজন প্রবীণ ব্যক্তিকে ঘিরে, তার সংসার-সন্তান সবই আছে। হঠাৎ পুরোনো প্রেমিকার সঙ্গে লোকটির দেখা হতেই তার পারিবারিক জীবনের ভিত্তি নড়বড়ে হয়ে ওঠে। সন্তানের ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তার বাবার ভূমিকায় থাকছেন লোকনাথ দে। পুরোনো প্রেমিকার চরিত্রে ‘ব্যান্ডিট কুইন’ তারকা সীমা বিশ্বাস।

ব্রাত্য বসু পরিচালিত আগের দুটি সিনেমায় (ডিকশনারি, হুব্বা) অভিনয় করেন মোশাররফ করিম।

‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী (ছবি: ফ্রেন্ডস কমিউনিকেশন)

এদিকে অমিতাভ ভট্টাচার্য পরিচালিত ‘ত্রিধারা’ নামের একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে চঞ্চলের। এতে তার সহশিল্পী থাকছেন কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্ত। তিন ব্যক্তির তিনটি ভিন্ন জীবনের গল্প নিয়ে তৈরি হবে এটি। আগামী ডিসেম্বরে এর শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ