Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

টরন্টো উৎসবের সুবর্ণজয়ন্তীতে আদনান আল রাজীবের ‘আলী’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আদনান আল রাজীব, ৫০তম টরন্টো উৎসবের লোগো ও ‘আলী’র দৃশ্যের কোলাজ

টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৫০তম আসরে নির্বাচিত হলো আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। এর উত্তর আমেরিকা প্রিমিয়ার হবে এই উৎসবের ‘শর্ট কাটস’ শাখায়। আয়োজকরা আজ (৭ আগস্ট) এবারের আসরে নির্বাচিত শর্টফিল্মের তালিকা ঘোষণা করেছে। ‘আলী’সহ মোট সাতটি শর্টফিল্ম রয়েছে এতে। 

আগামী ৪ সেপ্টেম্বর এবারের টরন্টো উৎসবের উদ্বোধন হবে। ১১ দিনের এই আয়োজন চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে ‘আলী’র প্রদর্শনীতে অংশ নিতে কানাডা যাবেন আদনান আল রাজীব।

কানে আদনান আল রাজীব (ছবি: রানআউট ফিল্মস)

‘আলী’র অন্যতম প্রযোজক তানভীর হোসেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কানে স্বপ্নময় অর্জন ও মেলবোর্নে নির্বাচিত হওয়ার পর এবার উত্তর আমেরিকায় আরও এক অসাধারণ যাত্রায় যাচ্ছে ‘আলী’। ৫০তম টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ‘শর্ট কাটস’ শাখায় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে এটি। টিআইএফএফ-এর সুবর্ণজয়ন্তী সংস্করণের অংশ হতে পারা আমাদের জন্য এক বিশাল সম্মান। এটি আমাদের মনে করিয়ে দেয়, নীরবতার মধ্যে জন্ম নেওয়া গল্পগুলোও একদিন পৌঁছে যেতে পারে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে। টিআইএফএফ-এর অসাধারণ কমিটিকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সকল সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের, আপনারাই এই গল্পকে কাঁধে করে বহন করে এনেছেন এতদূর। এই অর্জন সকল স্বপ্নবাজদের জন্য। আদনান আল রাজীব ও তার প্রতিষ্ঠান রানআউট ফিল্মসের জন্য এটি আরেক গৌরবময় অধ্যায়। তাদের সৃষ্টির পথে এক উজ্জ্বল মাইলফলক।”

শর্টফিল্ম প্রতিযোগিতায় স্পেশাল মেনশন সম্মান পেয়েছে বাংলাদেশের ‘আলী’। আয়োজকদের দেওয়া সনদ হাতে ছবিটির পরিচালক আদনান আল রাজীব।

টরেন্টার আগে মেলবোর্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যাবে ‘আলী’। এতে এর অস্ট্রেলিয়ান প্রিমিয়ার হবে। আগামীকাল (৮ আগস্ট) মেলবোর্নে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসিএমআই টু’তে দেখানো হবে এটি। এরপর ১৮ আগস্ট স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে কিনো ওয়ানে এই শর্টফিল্মের আরেকটি প্রদর্শনী হবে।

গত মে মাসে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরে শর্টফিল্ম প্রতিযোগিতায় স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়ে ইতিহাস রচনা করেছে ‘আলী’। কানের ইতিহাসে শর্টফিল্ম শাখায় এবারই প্রথম জায়গা করে নেয় বাংলাদেশের নাম।

১৫ মিনিট দৈর্ঘ্যের শর্টফিল্ম ‘আলী’র গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের প্রতিযোগিতায় নাম লেখায় আলী। কিন্তু সে নারীকণ্ঠেই গাইতে পারে!

‘আলী’ শর্টফিল্মের পোস্টার (ছবি: রানআউট ফিল্মস)

‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো। শর্টফিল্মটির আরেক প্রযোজক ক্রিস্টিন ডি লিয়ন। ‘আলী’র মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’। এটি আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও ফিলিপাইনের আরভিন বেলারমিনোর নির্মাণ প্রতিষ্ঠান।

আলী চরিত্রে অভিনয় করেছেন নোয়াখালীর ছেলে আল আমিন। তার মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা। শর্টফিল্মটির নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, শিল্প নির্দেশক শিহাব নুরুন নবী।

সিনেমাওয়ালা প্রচ্ছদ