বলিউড
‘সাইয়ারা’র জয়যাত্রা চলছেই, ১৮ দিনে ৫০০ কোটির ক্লাবে

‘সাইয়ারা’ সিনেমায় আহান পান্ডে ও আনীত পাড্ডা (ছবি: যশরাজ ফিল্মস)
কে ভেবেছিলো এমন কিছু ঘটবে! ‘সাইয়ারা’র সুবাদে কল্পনাতীত সেই ঘটনা এখন বাস্তব। বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করে ব্লকবাস্টারের খেতাব পেয়েছে সিনেমাটি। এর প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, মুক্তির ১৮ দিনে বিশ্বব্যাপী টিকিট বিক্রি থেকে এসেছে ৫০৭ কোটি রুপি। তাদের দাবি, বলিউডের ইতিহাসে প্রেমকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমা এটাই।
নবাগত আহান পাণ্ডে ও উদীয়মান অভিনেত্রী আনীত পাড্ডার ‘সাইয়ারা’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। ভারতসহ বহির্বিশ্বে দুর্দান্ত ব্যবসা করেছে এই সিনেমা। ভারতে এটি টিকিট বিক্রি থেকে পেয়েছে ৩৭৬ কোটি রুপি। এরমধ্যে আয় হয়েছে ৩০৮ কোটি রুপি। অপরদিকে মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ অন্যান্য অঞ্চলে টিকিট বিক্রি থেকে এসেছে ১৩১ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী টিকিট বিক্রির অঙ্ক দাঁড়িয়েছে ৫০৭ কোটি রুপি। যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানী প্রযোজিত ও মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ইতোমধ্যে ইতিহাস গড়েছে, শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে থামবে সময় বলবে।
চলতি বছরে বলিউডের দ্বিতীয় সিনেমা হিসেবে ৫০০ কোটির ক্লাবে নাম লেখালো ‘সাইয়ারা’। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘ছাবা’ এই তালিকায় যুক্ত হয়। এর টিকিট বিক্রির মোট পরিমাণ ৭৯৭ কোটি ৩৪ লাখ রুপি। তবে ‘ছাবা’য় অভিনয় করেছেন ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার মতো তারকারা। সাধারণত মেগা বাজেটের অ্যাকশন সিনেমা কিংবা সিক্যুয়েল ও ফ্র্যাঞ্চাইজ বলিউড বক্স অফিস দাপিয়ে বেড়ায়। ‘সাইয়ারা’ এগুলোর কোনোটিই নয়। ৫০০ কোটি তো দূরের কথা, মুক্তির আগে এটি ১০০ কোটি রুপিও ঘরে আনতে পারে কিনা সেই দুশ্চিন্তা হচ্ছিলো। বলাবাহুল্য, ৫০০ কোটির ক্লাবে সাধারণত ফ্র্যাঞ্চাইজ কিংবা সুপারস্টারদের সিনেমা জায়গা করে নেয়। বলিউড তাই সাধারণত প্রতিষ্ঠিত সুপারস্টারদের প্রাধান্য দেয়। কিন্তু ‘সাইয়ারা’র অভূতপূর্ব সাফল্য প্রমাণ করে দিয়েছে, দর্শকরা এখনো আবেগঘন বাস্তবসম্মত প্রেমের গল্পকে সাদরে গ্রহণ করেন যদি জুতসই অভিনয় ও মনকাড়া নির্মাণশৈলীতে পরিবেশন করা হয়।

‘সাইয়ারা’ সিনেমায় অনীত পাড্ডা ও আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)
একনজরে ‘সাইয়ারা’র বিশ্বব্যাপী সংগ্রহ
ভারত (আয়): ৩০৮ কোটি রুপি
ভারত (টিকিট বিক্রি): ৩৭৩ কোটি ১১ লাখ রুপি
বহির্বিশ্ব (টিকিট বিক্রি): ১২৯ কোটি ২৯ লাখ রুপি
বিশ্বব্যাপী (টিকিট বিক্রি): ৫০২ কোটি ৪ লাখ রুপি
তরুণ প্রজন্ম ও পারিবারিক দর্শক দুই শ্রেণির মধ্যেই সাড়া ফেলেছে ‘সাইয়ারা’। বিশ্বজুড়ে দর্শকদের নাড়া দিয়েছে এর তরুণ প্রজন্মকেন্দ্রিক প্রেমের গল্প, একজোড়া নতুন মুখের প্রাণবন্ত অভিনয়, পরিচালকের আবেগময় গল্প বলার কৌশল ও শ্রুতিমধুর গান। মোহিত সুরি পরিচালিত সিনেমাটি মানুষের মুখে-মুখে প্রচার পেয়ে রমরমিয়ে চলেছে। এছাড়া একই দর্শকের বারবার দেখা আর নতুন জুটির রসায়ন সব বয়সীদের মন জয় করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বলিউডের বলা খুব কম প্রেমের গল্প এতোটা সাফল্য পেয়েছে। ‘সাইয়ারা’ প্রমাণ করে দিয়েছে— ভারতীয় সিনেমায় এখন তারকাখ্যাতির চেয়ে দর্শকরা গল্পকে বেশি গুরুত্ব দেয়। ভালো কনটেন্ট ও কার্যকর বিপণনের মাধ্যমে নতুন প্রতিভাদের উপস্থাপন করা হলে তারাও যে বক্স অফিসে ইতিহাস গড়তে পারেন, সেটি দেখিয়ে দিলো সিনেমাটি।

‘সাইয়ারা’ সিনেমায় আহান পান্ডে ও অনীত পাড্ডা (ছবি: যশরাজ ফিল্মস)
‘সাইয়ারা’র আকাশচুম্বী সাফল্যের সুবাদে আহান পাণ্ডে ও আনীত পাড্ডা এখন ঘরে ঘরে পরিচিত নাম। সিনেমাটির মাধ্যমে বলিউডে নতুন তারকা আহান পান্ডের উত্থান হলো। তার প্রথম সিনেমা এটাই। পাশাপাশি আনীত পাড্ডাকে বলিউড ইন্ডাস্ট্রিতে একটি শক্তিশালী অবস্থান এনে দিয়েছে ‘সাইয়ারা’। আবেগঘন অভিনয় নৈপুণ্য দেখিয়ে অভাবনীয় সাফল্য পেয়ে আহান পান্ডে ও আনীত পাড্ডা বলিউডের মূলধারায় নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন বলা যায়।

‘সাইয়ারা’ সিনেমায় আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)
নিজেদের সিনেমা বিশ্বব্যাপী ৫০০ কোটির মাইলফলক পেরোনোর পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন আহান পাণ্ডে ও আনীত পাড্ডা। ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসার জোয়ারে ভেসে দুই তারকাই বিশেষ বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ‘সাইয়ারা’ সিনেমার কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে আহান লিখেছেন— ‘কখনো ভাবিনি এতো ভালোবাসা পাবো। দাদি আমাকে সবসময় ‘রাজ’ বলে ডাকতেন। ভাবি, আজ যদি তিনি ‘কৃষ’কে দেখতে পেতেন। আমি সবসময় সৃষ্টিকর্তাকে বলতাম, পৃথিবী আমাকে গ্রহণ না করলেও জানতাম… তারাদের মাঝে একটি তারা, একা একটি তারা হলো আমার দাদি… তিনি সেখান থেকে আমাকে দেখে হাসবেন। আজকের সাফল্য শুধু আপনার জন্য দাদি। জানি না সামনে আমার জন্য কী অপেক্ষা করছে, কিন্তু এই মুহূর্তে হাড়ে হাড়ে ভালোবাসা অনুভব করছি। প্রতিশ্রুতি দিচ্ছি, দ্বিগুণ পরিশ্রম করবো, দ্বিগুণ ভালো হবো। শুধু আপনাদের জন্য নয়, আমার ভেতরের সেই শিশুর জন্য, যে একসময় মঞ্চে ওঠার আগে ভয়ে কাঁপতো, যাকে সবসময় বলা হতো তাকে দিয়ে কিছুই হবে না। আমাদের সবার ভেতরেই সেই শিশু আছে। আশা করি, আপনারা সবাই সেই শিশুকে খুশি রাখবেন, কারণ সে সবকিছুর প্রাপ্য। ধন্যবাদ এই অলৌকিক ঘটনার জন্য। ভাবি, আপনাদের প্রত্যেককে জড়িয়ে ধরতে পারতাম।’

‘সাইয়ারা’ সিনেমার পোস্টার দেখাচ্ছেন আনীত পাড্ডা (ছবি: যশরাজ ফিল্মস)
আনীতের কথাও ভীষণ আবেগঘন— ‘স্বপ্নভঙ্গের ধোঁয়াশা কাটছে আর আমি শুধু বলতে চাই— আপনাদের ভালোবাসি। আপনাদের চিনি না, কিন্তু এটুকু জানি আমি আপনাদের ভালোবাসি। আপনারা যে ভালোবাসা এতো উদারভাবে দিয়েছেন, সেটা আমার বুকে ভারি হয়ে বসে আছে। জানি না এটা দিয়ে কী করবো, শুধু জানি আপনাদের ফেরত দিতে হবে। ভয় পাচ্ছি, সামনে কী আসছে। ভয় পাচ্ছি আমি হয়তো যথেষ্ট নই। কিন্তু আমার যা কিছু আছে, এমনকি সবচেয়ে ছোট অংশটুকুও আপনাদের সামনে রাখবো। সেটি যদি আপনাদের হাসায়, কাঁদায় কিংবা এমন কিছু মনে করিয়ে দেয় যা ভুলে গিয়েছিলেন, যদি আপনাদের একটু হলেও একাকীত্ব কমায়, তাহলে হয়তো এটাই আমার থাকার কারণ। অপূর্ণ হলেও আমার যা আছে সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাবো। কারণ আমি আপনাদের ভালোবাসি।’
গত ১৮ জুলাই মুক্তির পর তৃতীয় সপ্তাহ পেরিয়েও দারুণ ব্যবসা করছে ‘সাইয়ারা’। তৃতীয় সপ্তাহের প্রথম তিন দিনে টিকিট বিক্রি থেকে এসেছে ২০ কোটি ২৫ লাখ রুপি। এটি চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ। ‘ছাবা’ তৃতীয় সপ্তাহের প্রথম তিন দিনে পেয়েছিল ৬০ কোটি ১০ লাখ রুপি। ৫০০ কোটির মধ্যে শুধু ভারতেই ৩০০ কোটি রুপি ছাড়িয়েছে ‘সাইয়ারা’র আয়। ১৭ দিনে এসেছে এই অঙ্ক। এর মাধ্যমে সর্বকালের দ্রুততম ৩০০ কোটি রুপি আয় করা সিনেমার তালিকায় ‘পিকে’র (২০১৪) রেকর্ড স্পর্শ করেছে ‘সাইয়ারা’। এর অবস্থান ১৩তম।

‘সাইয়ারা’ সিনেমায় আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)
‘সাইয়ারা’র মাধ্যমে বলিউডের বহুল কাঙ্ক্ষিত অভিনেতাদের তালিকায় ঢুকলেন আহান পান্ডে, যাদের ঝুলিতে শুধু ভারতেই কমপক্ষে ৩০০ কোটি রুপি আয় করা ব্লকবাস্টার হিট সিনেমা আছে। অভিজাত এই ক্লাবে আগে নাম লেখানো তারকারা হলেন সালমান খান, শাহরুখ খান, রণবীর কাপুর, আমির খান, হৃতিক রোশন, সঞ্জয় দত্ত, ভিকি কৌশল, রাজকুমার রাও ও টাইগার শ্রফ। আহান পান্ডে ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই এই কীর্তি গড়েছেন। এদিক দিয়ে এই তালিকায় তিনি ব্যতিক্রম। তার সাফল্যের তাৎপর্য দ্বিগুণ। প্রথমত, আহান নিজেকে শক্তিশালী বক্স অফিস তারকা হিসেবে প্রমাণ করেছেন। দ্বিতীয়ত, ‘সাইয়ারা’র আবেগ-নির্ভর গল্প ও আনীত পাড্ডার সঙ্গে তার রসায়ন দর্শকদের মনে দারুণ প্রভাব ফেলেছে। এভাবে জয়যাত্রা অব্যাহত থাকলে আহান পান্ডে হতে যাচ্ছেন বলিউডের নতুন প্রধান নায়ক।

‘সাইয়ারা’ সিনেমায় আনীত পাড্ডা (ছবি: যশরাজ ফিল্মস)
শুধু ভারতেই ৩০০ কোটি রুপি আয় করা বলিউডের বহুল মর্যাদাপূর্ণ অভিনেত্রীদের ক্লাবে ‘সাইয়ারা’র মাধ্যমে ধুমধাম করে যুক্ত হলেন আনীত পাড্ডা। বক্স অফিসে ৩০০ কোটির বেশি আয় করা নায়িকাদের কাতারে এর আগে এসেছেন রাশমিকা মান্দানা, শ্রদ্ধা কাপুর, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, নয়নতারা, বাণী কাপুর, সোনম কাপুর, ফাতিমা সানা শেখ।
কানাডায় জন্ম নেওয়া আনীত পাড্ডার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে ২০২২ সালে রেভাতি পরিচালিত ‘সালাম ভেঙ্কি’তে দেখা গেছে তাকে। ‘সাইয়ারা’ তার ক্যারিয়ারে নতুন অধ্যায় রচনা করলো। তিনি বক্স অফিস আকর্ষণ হয়ে উঠেছেন। এখন দেখা বাকি, ২২ বছর বয়সী এই অভিনেত্রী পরবর্তী সময়ে দর্শকদের কী চমক দেন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস