Connect with us

ওটিটি

কে আসছে? নায়ক নাকি খলনায়ক?

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘আকা’র পোস্টারে আফরান নিশো (ছবি: হইচই)

‘কে আসছে? নায়ক নাকি খলনায়ক? রক্ষক নাকি ভক্ষক?’ অভিনেতা আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ ‘আকা’র দুটি পোস্টার উন্মোচন করে এই বার্তা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। আজ (১০ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারগুলোতে এই তারকার অর্ধেক লুক প্রকাশিত হয়েছে। একটিতে তিনি টুপি পরা কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান। অন্যটিতে লম্বা চুলে রাফ অ্যান্ড টাফ।

নতুন ধাঁচের থ্রিলার ‘আকা’ পরিচালনা করেছেন ওয়েব সিরিজের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। ২০২২ সালে তার প্রথম ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ অভিনয় করেছেন আফরান নিশো। তিন বছর পর আবার ওটিটির দর্শকদের আরেকটি নতুন কাজ উপহার দিতে যাচ্ছেন তারা। তবে ওয়েব সিরিজে এবারই প্রথম হাত মেলালেন এই দু’জন। টেলিভিশন চ্যানেলে ভিকি জাহেদের পরিচালনায় নিশোর ‘পুনর্জন্ম’ দর্শকপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজ।

‘আকা’ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, আমার কাছে খুবই আবেগঘন একটি জার্নি ছিলো এটি নির্মাণ করা। এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এবারই প্রথম একটি সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। ‘আকা’র মাধ্যমে মূলত দর্শকদের সঙ্গে একটি নিরীক্ষা করতে চেয়েছি। সিরিজ মুক্তির পর এর ফল বুঝতে পারবো। আফরান নিশো ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল। সেই সঙ্গে নাবিলা আপু খুব সহযোগিতাপ্রবণ ছিলেন।”

ভিকি জাহেদ (ছবি: ফেসবুক)

অভিনেতা আফরান নিশো ছোট পর্দার গণ্ডি পেরিয়ে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’র মাধ্যমে দুই বছর আগে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। গত ঈদুল ফিতরে শিহাব শাহীনের পরিচালনায় ‘দাগি’তে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবার ওটিটিতে ফিরছেন এই তারকা। দুই বছর আগে হইচইয়ে মুক্তি পায় ইয়াসির আল হকের পরিচালনায় তার সর্বশেষ ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’। ছোট পর্দায় ‘আকা’র মাধ্যমে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি।

মাসুমা রহমান নাবিলা (ছবি: স্টুডিও চিজকেক)

নতুন ওয়েব সিরিজে নিশোর সঙ্গে প্রধান নায়িকা থাকছেন উপস্থাপক-অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এবারই প্রথম ভিকি জাহেদের পরিচালনায় কাজ করলেন তিনি। এটাই তার প্রথম ওয়েব সিরিজ। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ মুক্তির পর ওটিটির মাধ্যমে পর্দায় ফিরছেন এই তারকা।

‘আকা’য় খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে নাবিলাকে। তিনি বলেন, ‘আমার জন্য এটি খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এতে যুক্ত হতে পেরে আনন্দ লেগেছে। দর্শকরা শুধু আমার চরিত্রই নয়; এই সিরিজের গল্প, আবহ ও নির্মাণকে আপন করে নেবে।’

ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহসস্যের মিশ্র আবহে তৈরি হয়েছে ‘আকা’ঢাকা ও ঢাকার বাইরে ‘আকা’র শুটিং হয়েছে। এতে একটি চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন সেমন্তী সৌমি। এটি প্রযোজনা করেছেন ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘দাগি’র প্রযোজক শাহরিয়ার শাকিল। এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিরিজ আগামী মাসে মুক্তি পাবে হইচইয়ে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ