Connect with us

গান বাজনা

সৈকত নাসিরের পরিচালনায় ‘ঘুরাই চলো মনের হুইল’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ঘুরাই চলো মনের হুইল’ মিউজিক ভিডিওতে জাহেদ আলভী ও অলঙ্কার চৌধুরী, (ডানে) সৈকত নাসির (ছবি: ভিজ্যুয়ালাইজার)

নির্মাতা সৈকত নাসিরের মিউজিক ভিডিওতে নাচ ও কোরিওগ্রাফি মিলিয়ে পরিপূর্ণ সিনেমার আবহ থাকে। এ তালিকায় এবার যুক্ত হলো ‘ঘুরাই চলো মনের হুইল’। এতে মডেল হয়ে নেচেছেন নতুন প্রজন্মের দুই অভিনয়শিল্পী জাহের আলভী ও অলংকার চৌধুরী।

নতুন মিউজিক ভিডিওটি মূলত একটি ব্র্যান্ডের প্রচারণামূলক কাজ। গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও হাসান এস ইকবাল। এর কথা লিখেছেন মানিক মাহমুদ ও এনএম রাতুল। সংগীতায়োজনে আদিব কবির।

‘ঘুরাই চলো মনের হুইল’ মিউজিক ভিডিওতে জাহেদ আলভী ও অলঙ্কার চৌধুরী (ছবি: ভিজ্যুয়ালাইজার)

ইউটিউবে ভিজ্যুয়ালাইজার চ্যানেলে গত ১০ আগস্ট প্রকাশিত হয়েছে ‘ঘুরাই চলো মনের হুইল’। এর লিরিক থেকে ভিজ্যুয়াল, এডিটিং, শট ট্রানজিশন ও শিল্পীদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন অনেকে।

নিজের পরিচালিত ‘দেশা দ্য লিডার’ সিনেমার মাধ্যমে সেরা চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সৈকত নাসির। এরপর তিনি একে একে নির্মাণ করেন ‘পাষাণ’, ‘হিরো ৪২০’, ‘তালাশ’, ‘সুলতানপুর’, ‘পাপ’, ‘ক্যাসিনো’ সিনেমাগুলো। তার হাতে রয়েছে ‘মাসুদ রানা’সহ কয়েকটি সিনেমার কাজ। সিনেমা-ওয়েব সিরিজের ব্যস্ততার ফাঁকে মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন করে থাকেন।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিনেমাওয়ালা প্রচ্ছদ