Connect with us

স্টার জোন

ফারুকীর অ্যাপেনডিক্সের সফল অস্ত্রোপচার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি-ফেসবুক)

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের সফল অস্ত্রোপচার করা হয়েছে। আজ (১৭ আগস্ট) বিকেলে মেডিকেল বোর্ডের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা এই তথ্য জানিয়েছেন। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মাহবুবুর রহমান তুহিন জানান, মোস্তফা সরয়ার ফারুকী এখন পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন।  ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।

ফারুকীর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

গত ১৫ আগস্ট চার দিনের সরকারি সফরে কক্সবাজার যান মোস্তফা সরয়ার ফারুকী। সমুদ্র সৈকতের পাশে একটি পাঁচতারকা হোটেলে ওঠেন তিনি। গতকাল (১৬ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে থাকাকালীন খাদ্যে বিষক্রিয়ার কারণে পেটে ব্যথা অনুভব করছিলেন তিনি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিমান বাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার বিমানবন্দরে নেওয়া হয়। শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপদেষ্টাকে নিয়ে হেলিকপ্টার ঢাকায় রওনা দেয়।

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

তিশা আজ সোশ্যাল মিডিয়ায় জানান, ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে ফারুকীকে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি শঙ্কামুক্ত।

সিনেমাওয়ালা প্রচ্ছদ