Connect with us

স্টার জোন

শোকাবহ ১৫ আগস্টে শাকিব-জয়াসহ তারকাদের বিনম্র শ্রদ্ধা

আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে সপরিবারে হত্যা করা হয় তাকে। একদল বিপথগামী লোকের হামলায় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়। তাঁর বাসভবনে সংঘটিত সেই হত্যাকাণ্ডের ৫০ বছর আজ। স্বাধীনতার স্থপতিকে সোশ্যাল মিডিয়ায় স্মরণ করেছেন বিনোদন অঙ্গনের তারকারা। 

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

📍বঙ্গবন্ধুর একটি সাদাকালো স্থিরচিত্রের সঙ্গে লাল রক্তের কোলাজ পোস্ট করে ঢালিউড তারকা শাকিব খান লিখেছেন, ‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’

📍ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুকে যে সিঁড়িতে গুলি করা হয় সেখানে তোলা নিজের একটি পুরোনো ছবি পোস্ট করে জয়া আহসান জানিয়েছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’

📍ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ির সেই সিঁড়ির ছবি পোস্ট করে অভিনেত্রী নাজিফা তুষি লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’

📍নিহত হয়ে বঙ্গবন্ধুর লুটিয়ে পড়ার মুহূর্ত নিয়ে শিল্পীর আঁকা চিত্রকর্ম পোস্ট করে অভিনেত্রী, লেখক ও নির্মাতা কুসুম সিকদার উল্লেখ করেছেন, ‘১৫ আগস্ট: বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: ৫০ বছর।’

📍অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আমি কোনো দল করি না… একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না। শ্রদ্ধা।’

📍কণ্ঠশিল্পী কোনাল ‘মুক্তির মন্দির সোপানতলে’ গানের কয়েক লাইন পোস্ট করে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

📍কবি ইমতিয়াজ মাহমুদের লেখা ‘যত দূরে যাও পাখি, দেখা হবে ফের, স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের!’ লাইন দুটি পোস্ট করে কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা লিখেছেন, ‘শোক। বিনম্র শ্রদ্ধা।’

📍আর্টসেল ব্যান্ডের লিংকন লিখেছেন, “হরেক রঙের ‘সব্যসাচী’র ভিড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক মহান ব্যক্তি তুমি। তোমার ব্যক্তিত্ব, তোমার দূরদর্শিতা, শিশুসুলভ সরলতা, ক্ষমাশীল দৃষ্টি আমাকে মানুষ হতে শেখায়। স্বর্গধামের অনন্ত শান্তির জায়গা থেকে আমাদের ওপর কখনোই তোমার আশীর্বাদের হাতটা যেন না সরে। বিশ্বাস হারিও না তুমি, আমরা তোমায় বিশ্বাস করি। বিনম্র শ্রদ্ধা রইলো তোমার জন্য। তুমিই বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয়।”

📍এছাড়া বাংলাদেশের মহান নেতার প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী হৃদি হক, অভিনেতা এ কে আজাদ সেতু, সংগীতশিল্পী সুমন কল্যাণ, নির্মাতা মাহমুদ দিদার, উপস্থাপক-মডেল শ্রাবণ্য তৌহিদা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ