ওটিটি
হুবহু বাবার মতো ছেলে, ‘আমার সিরিজে বেশি বাড়াবাড়ি আছে’

শাহরুখ খান ও আরিয়ান খান (ছবি: নেটফ্লিক্স)
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বাবার পথ ধরে অভিনেতা হওয়ার চেয়ে ক্যামেরার পেছনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিজের পরিচালিত প্রথম ওয়েব সিরিজের ফার্স্ট লুক টিজারে গল্পকথক হিসেবে পর্দায় হাজির হলেন তিনি। আর তাতেই ভক্ত-দর্শকের মধ্যে হইহই পড়ে গেছে। কারণ ছেলেকে নাকি হুবহু বাবার মতোই লাগছে! আরিয়ানকে দেখে শাহরুখের তারুণ্য নিয়ে নস্টালজিয়ায় ডুবেছেন অনেকে।
আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাডস অব বলিউড’ দেখতে মুখিয়ে আছে ভক্ত-দর্শকরা। এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই তরুণ। সিরিজটির ফার্স্ট লুক দেখে নেটিজেনরা বলা করছেন, ‘বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া’ অর্থাৎ যেমন বাবা তেমন তার সুযোগ্য সন্তান।

শাহরুখ খান ও আরিয়ান খান (ছবি: ইনস্টাগ্রাম)
গত ১৭ আগস্ট আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এর শুরুতে দেখা যায়, এক হাতে বেহালা নিয়ে আরিয়ান খান হেঁটে আসছেন। ফুলের বেশ কিছু পাপড়ি উড়ে উড়ে সেদিকে এগোচ্ছে। নেপথ্যে বাজতে থাকে শাহরুখের ‘মোহাব্বতে’ সিনেমার চেনা সুর। একই সিনেমার জনপ্রিয় সংলাপ ‘এক লাড়কি থি দিওয়ানি সি, এক লাড়কে পে ও মরতে হ্যায়’ বলতে থাকেন আরিয়ান। এরমধ্যে নতুন সিরিজ়ের জুটি লক্ষ্য লালওয়ানি ও সাহের বাম্বার রোমান্টিক দৃশ্য আসে পর্দায়।
১ মিনিট ২৬ সেকেন্ডের ফার্স্ট লুকে মুগ্ধ করায় ভক্তদের প্রশংসায় ভাসছেন আরিয়ান খান। বলিউডের গড়পরতা ওয়েব সিরিজের চেয়ে এটি পুরোপুরি অন্যরকম হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ফার্স্ট লুকে আরিয়ান বলেন, ‘একটু বেশিই হয়ে গেলো, তাই না? অভ্যেস করে নিন। কারণ আমার শোতেও আছে বেশি রকমের বাড়াবাড়ি। বলিউড, যেখানে এতোদিন ভালোবাসা ও অ্যাকশন দেখেছেন, আমিও সেটাই দেখাব। অনেক ভালোবাসা আর একটুখানি অ্যাকশন।’

আরিয়ান খান (ছবি: ইনস্টাগ্রাম)
গত ফেব্রুয়ারিতে বহুল প্রতীক্ষিত ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ়ের নাম ঘোষণার ভিডিওতে অংশ নেন শাহরুখ ও আরিয়ান। এতে আরো অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়া, মনীষ চৌধুরী, রাঘব জুয়েল, অন্য সিং, গৌতমী কাপুরসহ অনেকে।
আগামীকাল (২০ আগস্ট) ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের ট্রেলার প্রকাশ্যে আনবে নেটফ্লিক্স। সিরিজটি প্রযোজনা করেছে শাহরুখ ও তার স্ত্রী গৌরি খানের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস