Connect with us

ওটিটি

আমার ছেলেকে দেড়শো গুণ বেশি ভালোবাসা দেবেন: শাহরুখ খান

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শাহরুখ খান, গৌরি খান ও আরিয়ান খান (ছবি: নেটফ্লিক্স)

বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়ে তুমুল হইচই চলছে। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার। ফার্স্ট লুক টিজারের পর এবার সিরিজটির প্রিভিউ দর্শকদের মুগ্ধ করেছে। আশ করা হচ্ছে, অভিষেকেই বাজিমাত করতে চলেছেন তিনি।

গতকাল (২০ আগস্ট) সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ে জাঁকজমকভাবে ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর প্রিভিউ প্রকাশ্যে এনেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। অনুষ্ঠানে আরিয়ানকে প্রথমবারের মতো দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন শাহরুখ। তার আগে তিনি বলেন, ‘আজ খুব বিশেষ দিন। দেশের মাটিতে কাজের ক্ষেত্রে আমার ছেলের প্রথম পদক্ষেপ। আমার ছেলের কাজ ভালো লাগলে তালি দেবেন। সেই তালিতে দোয়াও জড়িয়ে দেবেন। এতো বছর আমাকে যেভাবে ভালোবেসেছেন, আমার ছেলেকে তার চেয়ে দেড়শো গুণ বেশি ভালোবাসা দেবেন।’

আরিয়ান খান (ছবি: নেটফ্লিক্স)

মঞ্চে হাজির হতেই ছেলের গালে আদর দেন বাবা। এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশে ‘নমস্তে’ জানিয়ে আরিয়ান হিন্দিতে বলেন, ‘আজ আমি খুব নার্ভাস, কারণ আজ প্রথমবারের মতো সবার সামনে মঞ্চে এসেছি। এজন্য গত দুই দিন ও তিন রাত ধরে এই বক্তব্য বারবার অনুশীলন করেছি। আমি এতোটাই নার্ভাস যে, বাবা টেলিপ্রম্পটারেও কথাগুলো লিখিয়ে রেখেছেন। যদি হঠাৎ এখানে বিদ্যুৎ চলে যায়, সেজন্য আমি একটি কাগজেও কথাগুলো লিখে এনেছি… টর্চলাইটসহ।’ তখন প্যান্টের এক পকেট থেকে কাগজ ও অন্য পকেট থেকে টর্চ বের করে দেখান তিনি।

আরিয়ান যোগ করেন, ‘যদি তবুও আমার ভুল হয়ে যায়, তাহলে বাবা তো আছেই!’ কথাটা বলেই তিনি শাহরুখের দিকে ইশারা করেন। ‘জওয়ান’ তারকা উল্টো দিকে ঘুরে দাঁড়ালে দেখা যায় তার পিঠে একটি কাগজে লেখা আরিয়ানের বক্তব্য।

শাহরুখ খান, গৌরি খান ও আরিয়ান খান (ছবি: নেটফ্লিক্স)

‘দ্য ব্যাডস অব বলিউড’ প্রযোজনা করেছেন শাহরুখ-পত্নী গৌরি। তাকে মঞ্চে ডাকতে আরিয়ান বলেন, ‘সিরিজটি প্রযোজনা করেছেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমাকে জন্ম দিয়েছেন তিনি।’ মঞ্চে একসঙ্গে তিন জনকে দেখে আপ্লুত হয় দর্শকরা।

আরিয়ান নিজের বক্তব্য শেষ করেন এভাবে, ‘এতকিছুর পরও যদি আমার ভুল হয়ে যায়, তাহলে অনুগ্রহপূর্বক আমাকে ক্ষমা করে দেবেন। কারণ এটাই আমার প্রথমবার।’

আরিয়ান খান ও ববি দেওল (ছবি: নেটফ্লিক্স)

ছেলের অভিষেকের জন্য এক হাত ঝুলিয়ে থাকতে হলেও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরুখ। কালো রঙের প্যান্ট ও ব্লেজারের সঙ্গে হাতে আর্ম স্লিং নিয়ে হাজির হন ৫৯ বছর বয়সী এই অভিনেতা। সম্প্রতি তার ডান হাতে বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে। ‘কিং’ নামের একটি সিনেমার শুটিংয়ে লড়াইয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর চোট পান তিনি। তার সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে।

শাহরুখ খান (ছবি: নেটফ্লিক্স)

রসিকতা করে শাহরুখ বলেন, ‘এমনিতে আমি অধিকাংশ কাজ তো এক হাতেই করি। এক হাতেই খাই। এক হাতেই দাঁত মাজি। আবার পেছনে চুলকালে, এক হাতেই সেটা মিটিয়ে নিই।’ শাহরুখের এই কথায় দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। কিছুদিন আগে ‘জওয়ান’ সিনেমার সুবাদে প্রথমবার ভারতের জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। এজন্য তার মুখে শোনো গেলো, ‘পুরস্কার নিতে এক হাতই যথেষ্ট।’

শাহরুখ খান (ছবি: নেটফ্লিক্স)

‘দ্য ব্যাডস অব বলিউড’ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে। এতে জুটি বেঁধেছেন লক্ষ্য লালওয়ানি ও সাহের বাম্বা। এছাড়া আছেন ববি দেওল, রাঘব জুয়াল, মোনা সিং। প্রিভিউতে জানা গেছে, অতিথি চরিত্রে থাকছেন সুপারস্টার সালমান খান, রণবীর সিং।

‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের পোস্টার (ছবি: নেটফ্লিক্স)

প্রিভিউর শেষ দৃশ্যে দেখা যায়, জেলের দরজা খুলে দেওয়ার পর বেরিয়ে আসছেন সিরিজ়ের মূল অভিনেতা লক্ষ্য লালওয়ানি। তাকে দেখে একজন পুলিশ সদস্য বলেন, ‘চিন্তা কোরো না। ভেতরে থাকলে লোকজন আরো বেশি বিখ্যাত হয়ে যায়।’ নেটিজেনদের ধারণা, সংলাপটির মাধ্যমে এনসিবি’কে (নারকোটিকস কন্ট্রোল ব্যুরো) খোঁচা দিয়েছেন আরিয়ান। ২০২১ সালের ৩ অক্টোবর একটি ক্রুজ় পার্টিতে থাকাকালে মাদক-কাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করে এনসিবি। ২৫ দিন জেলে থাকার পরে ছাড়া পান তিনি। ২০২২ সালের মে মাসে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ