Connect with us

ছবিঘর

‘আপনার কি বয়স বাড়বে না?’

অভিনেত্রী জয়া আহসানের চারপাশে বইছে সাফল্যের সুবাতাস। দুই বাংলায় তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ব্যবসায়িক সাফল্য যেমন পেয়েছে, তেমনই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এই তারকার অভিনয়। এর মাঝে সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন ছবি পোস্ট করেন তিনি। এগুলো নিয়েও কমবেশি মাতামাতি হয়। তার পোস্ট করা নতুন কিছু ছবি নিয়ে যথারীতি ভক্তদের মধ্যে হইহই পড়ে গেছে!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

গতকাল (২২ আগস্ট) বিকেলে নতুন ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয়া আহসান লিখেছেন, ‘ইন মাই ওয়ার্কিং জোন।’ বাংলায় বলা যায়, ‘আমার সৃজনের আলো-ছায়ার ভুবনে।’

ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিতে দেখা গেছে জয়াকে। কখনো উদাস মনে জানালার বাইরে তাকিয়ে আছেন, কখনোবা মেকাপ নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, কোনো শুটিং স্পটে ছবিগুলো তোলা।

ফেসবুকে জয়ার এই পোস্টে লাইক পড়েছে ৩১ হাজারের বেশি। এটি শেয়ার হয়েছে ৫২৪ বার। জয়ার এই ছবিটিতে লাইক পড়েছে ৩ হাজার ৮০০’র বেশি।

ইনস্টাগ্রামে জয়ার নতুন ছবিগুলোর পোস্ট লাভ রিয়েক্ট পেয়েছে ৩৭ হাজার ৬০০’র বেশি। এতে দুই ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আপনার কি বয়স বাড়বে (বুড়ো হবেন) না?’ আরেকজন লিখেছেন, ‘কী করে কেউ এত্ত সুন্দর হতে পারে!’

হেয়ারস্টাইল করার সময় জয়ার দুষ্টু ভঙ্গি।

ভারতে গত জুলাইয়ের মাঝামাঝি ‘ডিয়ার মা’ ও এই আগস্টের শুরুতে কলকাতায় ‘পুতুলনাচের ইতিকথা’ মুক্তি পেয়েছে। দুটি সিনেমাতেই জয়ার অভিনয় প্রশংসিত হয়েছে।

পশ্চিমবঙ্গে জয়া আহসান ‘অর্ধাঙ্গিনী’ হিসেবে ফিরছেন। নতুন সিনেমাটির নাম ‘আজও অর্ধাঙ্গিনী’। ২০২৩ সালের ২ জুন মুক্তিপ্রাপ্ত কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল এটি। এতে মেঘনা চরিত্রে আবার দেখা যাবে জয়াকে। ‘অর্ধাঙ্গিনী’র কাহিনিতে ছিলো সুমনের (কৌশিক সেন) অসুস্থতাকে কেন্দ্র করে তার প্রাক্তন স্ত্রী শুভ্রা (চূর্ণী গঙ্গোপাধ্যায়) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) আলাপ ও টানাপড়েন। আগের ঘটনার দুই বছর পরের সময় থেকে শুরু হচ্ছে নতুন গল্প। একটি বিয়েকে কেন্দ্র করে সিনেমাটির তিন প্রধান চরিত্র আবার মুখোমুখি হয়।

বাংলাদেশে গত ঈদুল আজহায় জয়া আহসান অভিনীত দুটি সিনেমা ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এরমধ্যে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’-এ সাংবাদিক সায়রা আলী ও তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় ভূত চরিত্রে দেখা গেছে তাকে। চলতি বছর দেশে জয়া আহসানের আরেক সিনেমা ‘জয়া আর শারমিন’ গত ১৬ মে বড় পর্দায় মুক্তি পায়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ