নাটক
রাজের ‘সহযাত্রী’ জোভান ও নিহা

‘সহযাত্রী’র দৃশ্যে নাজনীন নাহার নিহা ও ফারহান আহমেদ জোভান (ছবি: সিনেমাওয়ালা)
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সহযাত্রী’ হলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী নাজনীন নাহার নিহা। এটি তাদের নতুন ইউটিউব ফিল্ম। এতে জয় ও অবনী দম্পতির ভূমিকায় দেখা যাবে জোভান ও নিহাকে। তাদের দাম্পত্য জীবনের অন্যরকম একটি ঘটনাকে কেন্দ্র করেই এর গল্প আবর্তিত।
‘সহযাত্রী’ রচনা করেছেন জোবায়েদ আহসান। গল্প ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ইউটিউব ফিল্মের গল্প এখনই জানাতে চান না তিনি। এ প্রসঙ্গে রাজ বলেন, ‘স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতার ওপর সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি দেখা যায় না। ফলে সম্পর্কে এগুলো আছে নাকি নেই সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে, এই ইউটিউব ফিল্মে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তবে বিরহের আবহে নয়, দর্শকরা বরং বিদ্রুপাত্মক ঢঙ খুঁজে পাবেন গল্পে।’

‘সহযাত্রী’র শুটিংয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, নাজনীন নাহার নিহা ও ফারহান আহমেদ জোভান (ছবি: সিনেমাওয়ালা)
গত ২২ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ‘সহযাত্রী’র শুটিং হয়েছে ঢাকার ফার্মগেট, উত্তরা ও সাভারে। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এমএনইউ রাজু, তাবাসসুম ছোঁয়া, তানজিম হাসান অনিক, ডিকন নূর, এস এম আশরাফুল আলম সোহাগ, এবি রোকন, শম্পা, শেরতাজ জাহান জেবিন, সেলজুক তারিক আল হাশিমী, শফিজ মামুন ও শামীম মোল্লা। চিত্রগ্রহণে রাজু রাজ। সম্পাদনা ও রঙ বিন্যাস করবেন রাশেদ রাব্বি।

‘সহযাত্রী’র দৃশ্যে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা (ছবি: সিনেমাওয়ালা)

‘সহযাত্রী’র দৃশ্যে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা (ছবি: সিনেমাওয়ালা)
‘সহযাত্রী’তে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘আঘাত’। এটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এর কথা লিখেছেন লুৎফর হাসান।, সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল।

‘সহযাত্রী’র দৃশ্যে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা (ছবি: সিনেমাওয়ালা)
আগামী মাসে (সেপ্টেম্বর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সহযাত্রী’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস