ছবিঘর
কেট ব্ল্যানচেটের পুরোনো পোশাকসহ ভেনিস উৎসবের উদ্বোধনে যা দেখা গেলো
বিশ্বের প্রাচীনতম উৎসব ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৮২তম আসরের পর্দা উঠেছে। ইতালির ভেনিস শহরের কাছের সমুদ্রসৈকত লিদো দ্বীপে গত ২৭ আগস্ট এর উদ্বোধন হয়। পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্রান্দেতে ছিল এই আয়োজন। অনুষ্ঠানটির বিভিন্ন মুহূর্ত দেখুন ছবিতে।

লালগালিচায় অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

ইতালিয়ান ব্র্যান্ড আরমানি প্রিভের কালো গাউন পরেছেন কেট ব্ল্যানচেট।

২০২২ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (স্যাগ) অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে একই পোশাক পরে হাজির হয়েছিলেন কেট ব্ল্যানচেট।

(বাঁ থেকে) ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক আলবের্তো বারবেরা, ফরাসি পরিচালক স্তেফান ব্রিজে, রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুনজিউ, ইতালিয়ান পরিচালক মাউরা দেলপেরো, চীনা অভিনেত্রী জাও তাও, ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দা তোরেস, আমেরিকান পরিচালক আলেক্সান্ডার পেইন, ইরানি পরিচালক-লেখক মোহাম্মদ রাসুলফ ও ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালোর সভাপতি পিয়েত্রাঞ্জেলো বুত্তফুয়োকো।

ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইন্টন ও ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দা তোরেস।

ফার্নান্দা তোরেসের সেলফিতে জাও তাও, মোহাম্মদ রাসুলফ, মাউরা দেলপেরো, স্তেফান ব্রিজে ও ক্রিস্টিয়ান মুনজিউ।

ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো। তিনি এবারের আসরে অরিজন্তি প্রতিযোগিতা শাখার প্রধান বিচারক।

এবারের উৎসবের উদ্বোধনী সিনেমা ‘লা গ্রাৎসিয়া’র অভিনেতা টনি সেরভিল্লো, অভিনেত্রী আন্না ফেরজেত্তি ও পরিচালক পাওলো সরেন্তিনো।

ইতালিয়ান অভিনেত্রী আন্না ফেরজেত্তি।

ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনোর সঙ্গে আন্না ফেরজেত্তি।

ইতালিয়ান অভিনেত্রী ইমানুয়েলা ফানেল্লি।

ইতালিয়ান গায়িকা রোজ ভিলেন।

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মূলকেন্দ্র পালাৎসো দেল সিনেমা ভবন।

পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্রান্দেতে উদ্বোধনী অনুষ্ঠান।

৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ইতালিয়ান অভিনেত্রী ইমানুয়েলা ফানেল্লি।

এবারের আসরের মূল প্রতিযোগিতা শাখার প্রধান বিচারক আমেরিকান পরিচালক আলেক্সান্ডার পেইন।

খ্যাতিমান জার্মান পরিচালক ভেরনার হারজগের হাতে আজীবন সম্মাননা হিসেবে গোল্ডেন লায়ন তুলে দেন ‘গডফাদার’ ট্রিলজির স্রষ্টা ফ্রান্সিস ফোর্ড কপোলো।

১৯৯২ সালে ৪৯তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা হিসেবে গোল্ডেন লায়ন পেয়েছেন আমেরিকান পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা।

সম্মানসূচক গোল্ডেন লায়ন পেয়ে আপ্লুত ভেরনার হারজগ।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস