Connect with us

ওটিটি

বক্স অফিসে টানা ৫০ দিন রাজত্বের পর ওটিটিতে ‘সাইয়ারা’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘সাইয়ারা’ সিনেমায় আনীত পাড্ডা ও আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)

দর্শক-সমালোজকদের মন জয়ের পাশাপাশি বৈশ্বিক সেনসেশনে পরিণত হয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’। এটাই ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসে সর্বাধিক আয় করা প্রেমকেন্দ্রিক হৃদয়স্পর্শী গল্প। মোহিত সুরির পরিচালনায় এতে অভিনয় করেছেন নবাগত আহান পান্ডে ও উঠতি তারকা আনীত পাড্ডা। বড় পর্দায় টানা ৫০ দিন সাড়া জাগানোর পর সিনেমাটি এবার এলো ওটিটি প্ল্যাটফর্মে।

আজ (১২ সেপ্টেম্বর) নেটফ্লিক্সের মাধ্যমে ১৯০টি দেশে ছোট পর্দায় মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’। ফলে বিশ্বজুড়ে দর্শকরা ঘরে বসে সুবিধাজনক সময়ে উপভোগ করছেন সিনেমাটি। এতে রয়েছে হৃদয়ছোঁয়া অভিনয়, বিশ্বব্যাপী আলোড়ন তোলা গান, নতুন প্রজন্মকে আবেগপ্রবণ করা চিরন্তন এক প্রেমকাহিনি। এসবের সম্মিলনে ‘সাইয়ারা’ কেবল সিনেমা হয়ে থাকেনি, এটি রূপ নিয়েছে একটি অনুভূতিতে। এর ব্যবসায়িক সাফল্য বক্স অফিসের সীমানা ছাড়িয়ে ভারতসহ বিশ্বজুড়ে সত্যিকারের এক সাংস্কৃতিক উন্মাদনায় পরিণত হয়েছে। সিনেমাটি বড় পর্দায় আধুনিক প্রেমকে নতুন আঙ্গিক দিয়েছে।

‘সাইয়ারা’ সিনেমায় আনীত পাড্ডা ও আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)

‘সাইয়ারা’র গল্প আবেগপ্রবণ সংগীতশিল্পী কৃষ কাপুর ও গীতিকবি বাণীর প্রেমকে কেন্দ্র করে আবর্তিত। রুপালি পর্দা ছাপিয়ে বিশ্বজুড়ে প্রেমে বিশ্বাসী মানুষের আবেগকে ছুঁয়ে গেছে এই দুটি চরিত্র। আকাশচুম্বী সাফল্যের সুবাদে আহান পান্ডে ও আনীত পাড্ডা এখন ঘরে ঘরে পরিচিত নাম। দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দুই তরুণ-তরুণী।

‘সাইয়ারা’ সিনেমায় আহান পান্ডে ও অনীত পাড্ডা (ছবি: যশরাজ ফিল্মস)

নেটফ্লিক্সে মুক্তি প্রসঙ্গে পরিচালক মোহিত সুরি এক বিবৃতিতে বলেন, “আমার জন্য সবসময় বিশেষ একটি সিনেমা হয়ে থাকবে ‘সাইয়ারা’। বিশ্বব্যাপী দর্শকরা যেভাবে এটি বড় পর্দায় দেখতে ভিড় করেছেন, সেসব ঘটনা সত্যিই অবিশ্বাস্য। এখন এই সিনেমা নেটফ্লিক্সে যাত্রা শুরু করেছে। ফলে আরো অনেকে কৃষ ও বাণীর প্রেমকাহিনি আবিষ্কার করতে পারবেন, এজন্য আমি রোমাঞ্চিত। আশা করি, ‘সাইয়ারা’ পৃথিবীর প্রতিটি প্রান্তে মানুষের হৃদয় স্পর্শ করবে।”

‘সাইয়ারা’ সিনেমায় আনীত পাড্ডা ও আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)

‘সাইয়ারা’ প্রযোজনা করেছেন যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানী। গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি। এরপর টানা ৫০ দিনে এটি আয় করেছে ৬০০ কোটির বেশি রুপি।

সিনেমাটির গানগুলো নতুন প্রজন্মের মধ্যে সাড়া ফেলেছে। টাইটেল ট্র্যাক লিখেছেন ইরশাদ কামিল। এতে কণ্ঠ দিয়েছেন ফাহিম আব্দুল্লাহ। তার সঙ্গে মিলে গানটি সুর করেছেন তানিষ্ক বাগচি ও আরসালান নিজামি। অন্য গানগুলো গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, শিল্পা রাও, জুবিন নটিয়াল ও বিশাল মিশ্র। সুর ও সংগীত পরিচালনা করেছেন মিথুন, সাচেত-পরম্পরা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ