Connect with us

ওটিটি

‘নয়া নোট’ নিয়ে হাজির নাসিরউদ্দিন খান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘নয়া নোট’ ওয়েব ফিল্মে নাসিরউদ্দিন খান (ছবি: আইস্ক্রিন)

অভিনেতা নাসির উদ্দিন খান ‘নয়া নোট’ নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন। এটি তার নতুন ওয়েব ফিল্ম। এতে তাকে নতুন রূপে দেখা গেছে। উসকো-খুসকো কাঁচা-পাকা চুল-দাড়িতে তাকে চেনা যায় না সহজে। 

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গতকাল (১২ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ‘নয়া নোট’। ওয়েব ফিল্মটির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর সন্তান অনন্য প্রতীক চৌধুরী। গল্প ও চিত্রনাট্য লিখেছেন তিনিই। অরুণ চৌধুরীর ‘মায়াবতী’ ও ‘জলে জ্বলে তারা’ ছবি দুটির নির্বাহী পরিচালক হিসেবে কাজ করে নিজেকে ঝালাই করে নেন এই তরুণ নির্মাতা।

‘নয়া নোট’ ওয়েব ফিল্মের পোস্টারে পার্থ শেখ ও নাসিরউদ্দিন খান (ছবি: আইস্ক্রিন)

গত ১১ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ধানমন্ডিতে সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সে ছিল ‘নয়া নোট’ ওয়েব ফিল্মের প্রিমিয়ার শো। এতে আরো অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া হোসেন, দীপা খন্দকার, একে আজাদ সেতু, সমু চৌধুরী, মনিফা মোস্তাফিজ, ইকবাল হোসেন, আজম খান।

‘নয়া নোট’-এর ট্যাগলাইন হলো, ‘দুনিয়ায় সব মানুষই কারো না কারো কাছে হাত পাতে। কেউ পাঁচ টাকার জন্য, আর কেউ কোটি টাকার জন্য।’ ওয়েব ফিল্মে ‘আমিও মানুষ’ শিরোনামের একটি গান রয়েছে। এটি পরিবেশন করেছে নেইভ নামের একটি ব্যান্ড। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইশান হোসেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ