Connect with us

স্টার জোন

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

হানিয়া আমির (ছবি: ইনস্টাগ্রাম)

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির প্রথমবার ঢাকায় আসছেন। শ্যাম্পু ব্র্যান্ড সানসিল্কের প্রচারণা করবেন তিনি। দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এই তারকা। সেই সূত্রে বাংলাদেশে আসছেন তিনি।

গতকাল (১৫ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় হানিয়া আমির বলেন, ‘হাই বাংলাদেশ! আমি হানিয়া। জানেন কি, আমি ঢাকায় আসছি। অনেক মজা হবে আর থাকছে অল্প চমক। দেখা হবে সবার সঙ্গে।’

ভিডিওর সবশেষে চুম্বন উড়িয়ে দিয়েছেন হানিয়া আমির। ফেসবুকে সানসিল্ক হেয়ার এক্সপার্টস বিডি পেজে ভিডিওটি দেখা হয়েছে ৪৩ লাখ বার।

হানিয়া আমির (ছবি: ইনস্টাগ্রাম)

তবে আয়োজকরা এখনো হানিয়া আমিরের ঢাকায় আসার দিনক্ষণ ঘোষণা করেনি। আশা করা হচ্ছে, চলতি সেপ্টেম্বর মাসেই হবে তার এই সফর। ঢাকায় তিনি টানা কয়েকদিন থাকবেন বলে জানা গেছে।

হানিয়া আমির (ছবি: ইনস্টাগ্রাম)

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশি দর্শকমহলে হানিয়া আমিরের আলাদা পরিচিতি আছে। ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রায় একদশকের ক্যারিয়ারে ‘মেরে হামসফর’, ‘ফেয়ারি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।

হানিয়া আমির (ছবি: ইনস্টাগ্রাম)

পাঞ্জাবি ভাষার হরর-কমেডি ‘সরদারজি থ্রি’ সিনেমার মাধ্যমে ভারতীয় শোবিজে নাম লিখিয়েছেন হানিয়া আমির। তবে এটি ভারতে মুক্তি পায়নি। পাকিস্তানসহ অন্যান্য রমরমিয়ে ব্যবসা করেছে এই সিনেমা। এতে দিলজিৎ দোশাঞ্জের বিপরীতে দেখা গেছে হানিয়াকে।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ