Connect with us

ছবিঘর

এ কোন আবেশে জয়া

অভিনেত্রী জয়া আহসান সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্রিয়। কয়েকদিন পরপরই ভক্ত-ফলোয়ারদের জন্য নতুন ছবি পোস্ট করেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার দেখা গেলো তার নতুন তিনটি ছবি।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নতুন ছবিগুলো পোস্ট করে লাল রঙের হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে জয়া আহসান লিখেছেন, ‘লাল রঙের আবেশে।’

নতুন ছবিগুলোতে ভিনটেজ লুকে হাজির হয়েছেন জয়া আহসান।

জয়ার ছবিগুলো তুলেছেন সৌম্য সিংহ।

জয়ার নতুন ছবিগুলো দেখে যথারীতি ভক্তদের দারুণ লেগেছে। তাদের অনেকেই মন্তব্যের ঘরে বলেছেন, ‘অসাধারণ’।

দুই বাংলায় চলতি বছর দারুণ কাটছে জয়ার। দেশের বড় পর্দায় ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’ ও ‘তুফান’ সিনেমায় দেখা গেছে তাকে।

বাংলাদেশে জয়া আহসানের নতুন সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর। এটি পরিচালনা করেছেন ইরানের মুর্তজা অতাশ জমজম।

আগামী দুই বছরের জন্য আবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হয়েছেন জয়া। টেকসই লক্ষমাত্রা অর্জনে কাজ করবেন তিনি। ২০২২ সাল থেকে আরো দু’বার একই দায়িত্বে ছিলেন এই অভিনেত্রী।

ভারতে চলতি বছর মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’, ‘পুতুলনাচের ইতিকথা’।

পশ্চিমবঙ্গে জয়া আহসানের হাতে আছে ‘আজও অর্ধাঙ্গিনী’। ২০২৩ সালের ২ জুন মুক্তিপ্রাপ্ত কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল এটি। এতে মেঘনা চরিত্রে আবার দেখা যাবে জয়াকে। আগের ঘটনার দুই বছর পরের সময় থেকে শুরু হবে নতুন গল্প। একটি বিয়েকে কেন্দ্র করে সিনেমাটির প্রধান তিন চরিত্র সুমন ও তার প্রাক্তন স্ত্রী শুভ্রা আর বর্তমান স্ত্রী মেঘনা আবার মুখোমুখি হয়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ