Connect with us

হলিউড

হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রবার্ট রেডফোর্ড (জন্ম: ১৮ আগস্ট, ১৯৩৬; মৃত্যু: ১৬ সেপ্টেম্বর, ২০২৫)

খ্যাতিমান আমেরিকান অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৮৯ বছর। আজ (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পাশে ছিলেন প্রিয়জনেরা।

রবার্ট রেডফোর্ডের মৃত্যুতে বিশ্ব সিনেমা শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অভিনেত্রী মেরিল স্ট্রিপ, পরিচালক রন হাওয়ার্ডসহ অনেকে।

১৯৩৬ সালের ১৮ আগস্ট ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় জন্মগ্রহণ করেন রবার্ট রেডফোর্ড। তার বিখ্যাত সিনেমার তালিকায় আছে “অল দ্য প্রেসিডেন্ট’স মেন”, ‘বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড’ ইত্যাদি।

পরিচালক হিসেবে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন রবার্ট রেডফোর্ড। ১৯৮০ সালে ‘অর্ডিনারি পিপল’ সিনেমার জন্য সেরা পরিচালক শাখায় অস্কার জিতেছেন তিনি। ২০০২ সালে তাকে সম্মানসূচক অস্কারে ভূষিত করা হয়।

রবার্ট রেডফোর্ড ১৯৭৮ সালে ইউটাহ রাজ্যে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিষ্ঠা করেন। সেই থেকে প্রতিবছর এই উৎসবের মাধ্যমে স্বাধীন ধারার নির্মাতারা নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ