Connect with us

স্টার জোন

হানিয়া আমির ঢাকায় এসে লিখলেন, ‘আমি তোমাকে ভালোবাসি’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ঢাকায় হানিয়া আমির (ছবি: ইনস্টাগ্রাম)

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির প্রথমবার ঢাকায় এলেন। গতকাল (১৮ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশে এসে তোলা কিছু ছবি ও ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বাংলায় লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’

শ্যাম্পু ব্র্যান্ড সানসিল্কের প্রচারণার অংশ হিসেবে ঢাকায় এসেছেন হানিয়া। দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এই তারকা।

ঢাকায় হানিয়া আমির (ছবি: ইনস্টাগ্রাম)

ঢাকায় তোলা নতুন ছবিগুলোর কয়েকটিতে দেখা যাচ্ছে, হানিয়ার চুলে ফুল গুঁজে দিচ্ছেন একজন। এছাড়া আছে দুটি ফুলের তোড়া, বিশ্রামরত একটি কুকুর, সানসিল্কের গিফট বক্সের ছবি। দুটি ছবিতে দেখা গেছে, একজনের প্যান্টের পকেটে পায়ের আঙুল ঢুকিয়ে রেখেছেন হানিয়া! অন্য দুটি ছবিতে সফরসঙ্গীদের নিয়ে খাবার টেবিলে তিনি।

হানিয়া আমির (ছবি: ইনস্টাগ্রাম)

ফেসবুকে সানসিল্ক হেয়ার এক্সপার্টস বিডি পেজে জানানো হয়েছে, নির্বাচিত কয়েকজন ভক্তের সঙ্গে দেখা করবেন হানিয়া আমির। গত দুই দিন ধরে নির্দিষ্ট কিছু শর্তাবলী মেনে প্রতিযোগিতায় অংশ নেওয়া ভক্তদের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে ভাগ্যবতীদের।

গত ১৫ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় হানিয়া আমির বলেন, ‘হাই বাংলাদেশ! আমি হানিয়া। জানেন কি, আমি ঢাকায় আসছি। অনেক মজা হবে আর থাকছে অল্প চমক। দেখা হবে সবার সঙ্গে।’ সানসিল্ক হেয়ার এক্সপার্টস বিডি পেজে ভিডিওটি দেখা হয়েছে ১ কোটি বার।

হানিয়া আমির (ছবি: ইনস্টাগ্রাম)

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশি দর্শকমহলে হানিয়া আমিরের আলাদা পরিচিতি আছে। ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রায় একদশকের ক্যারিয়ারে ‘মেরে হামসফর’, ‘ফেয়ারি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।

পাঞ্জাবি ভাষার হরর-কমেডি ‘সরদারজি থ্রি’ সিনেমার মাধ্যমে ভারতীয় শোবিজে নাম লিখিয়েছেন হানিয়া আমির। তবে এটি ভারতে মুক্তি পায়নি। পাকিস্তানসহ অন্যান্য রমরমিয়ে ব্যবসা করেছে এই সিনেমা। এতে দিলজিৎ দোশাঞ্জের বিপরীতে দেখা গেছে হানিয়াকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ