Connect with us

গান বাজনা

স্কুবা ডাইভিং দুর্ঘটনায় ‘ইয়া আলি’ গানের গায়কের মৃত্যু

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

জুবিন গর্গ (জন্ম: ১৮ নভেম্বর, ১৯৭২; মৃত্যু: ১৯ সেপ্টেম্বর, ২০২৫)

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। প্রয়াত গায়কের বয়স হয়েছিলো ৫২ বছর। তার আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ ভারতীয় বিনোদন অঙ্গন। 

নর্থইস্ট ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন গর্গ। আজ (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ স্কুবা ডাইভিং করতে সমুদ্রে যান তিনি। কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনায় অচেতন হয়ে পড়েন এই তারকা। সিঙ্গাপুর পুলিশ সমুদ্র থেকে তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জুবিন গর্গ (জন্ম: ১৮ নভেম্বর, ১৯৭২; মৃত্যু: ১৯ সেপ্টেম্বর, ২০২৫)

গত মে মাসে জ্বর, সর্দি ও পেটে ব্যথার কারণে গুরুতর অসুস্থ হয়েছিলেন জুবিন গর্গ। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয় রাজ্যের গারো পাহাড়ি এলাকা তুরায় জন্মগ্রহণ করেন জুবিন গর্গ। তিনি বলিউডের সিনেমার পাশাপাশি পশ্চিমবঙ্গের বাংলা, অসমিয়াসহ ৪০টির বেশি ভাষায় গান গেয়েছেন। ঢোল, তবলা, দোতরা, ড্রামস, গিটার, হারমোনিকা, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, কিবোর্ড, আনন্দলহরীসহ বেশকিছু বাদ্যযন্ত্র বাজাতে পারতেন এই সংগীতশিল্পী।

জুবিন গর্গ (জন্ম: ১৮ নভেম্বর, ১৯৭২; মৃত্যু: ১৯ সেপ্টেম্বর, ২০২৫)

২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ইয়া আলি’ গানটি গাওয়া পর জুবিন গর্গের জনপ্রিয়তা বেড়ে যায়। পশ্চিমবঙ্গে দেব অভিনীত ‘মন মানে না’ সিনেমার টাইটেল ট্র্যাক ও ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার ‘পিয়া রে পিয়া রে’ তার গাওয়া ব্যাপক শ্রোতাপ্রিয় দুটি গান।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ