Connect with us

গান বাজনা

স্কুবা ডাইভিং দুর্ঘটনায় ‘ইয়া আলি’ গানের গায়কের মৃত্যু

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

জুবিন গার্গ (জন্ম: ১৮ নভেম্বর, ১৯৭২; মৃত্যু: ১৯ সেপ্টেম্বর, ২০২৫)

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। প্রয়াত গায়কের বয়স হয়েছিলো ৫২ বছর। ‘ইয়া আলি’সহ অনেক জনপ্রিয় গানের এই শিল্পীর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ ভারতীয় বিনোদন অঙ্গন। 

নর্থইস্ট ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন গার্গ। আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাগাদ স্কুবা ডাইভিং করতে সমুদ্রে যান তিনি। কিন্তু হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় এই তারকার। সিঙ্গাপুর পুলিশ সমুদ্র থেকে তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। গায়ককে আইসিইউতে ভর্তি করালেও পরে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সেই চিরতরে হারিয়ে গেলেন গায়ক।

জুবিন গার্গ (জন্ম: ১৮ নভেম্বর, ১৯৭২; মৃত্যু: ১৯ সেপ্টেম্বর, ২০২৫)

২০ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর গান গাওয়ার কথা ছিলো জুবিনের। তার মৃত্যুতে শোকপ্রকাশ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আসামের জন্য বড় ক্ষতি। জ়ুবিন আমাদের কাছে কী ছিলেন ভাষায় প্রকাশ করা যাবে না। তিনি যে শূন্যস্থান রেখে গেলেন সেটি অপূরণীয়।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) শোকবার্তায় লিখেছেন, ‘আপনার গান আমাদের জীবনপথে পাথেয়, আমাদের শক্তি। আপনি ছন্দে বিশ্রাম নিন। আপনার মিষ্টি গলা আর হার না মানা মনোভাব, আজীবন মনে থেকে যাবে।’

গত মে মাসে জ্বর, সর্দি ও পেটে ব্যথার কারণে গুরুতর অসুস্থ হয়েছিলেন জুবিন গার্গ। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

জুবিন গর্গ (জন্ম: ১৮ নভেম্বর, ১৯৭২; মৃত্যু: ১৯ সেপ্টেম্বর, ২০২৫)

১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয় রাজ্যের গারো পাহাড়ি এলাকা তুরায় জন্মগ্রহণ করেন জুবিন গার্গ। তিনি বলিউডের সিনেমার পাশাপাশি পশ্চিমবঙ্গের বাংলা, অসমিয়াসহ ৪০টির বেশি ভাষায় গান গেয়েছেন। ঢোল, তবলা, দোতরা, ড্রামস, গিটার, হারমোনিকা, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, কিবোর্ড, আনন্দলহরীসহ বেশকিছু বাদ্যযন্ত্র বাজাতে পারতেন এই সংগীতশিল্পী।

২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ইয়া আলি’ গানটি গাওয়া পর জুবিন গার্গের জনপ্রিয়তা বেড়ে যায়। পশ্চিমবঙ্গে দেব অভিনীত ‘মন মানে না’ সিনেমার টাইটেল ট্র্যাক ও ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমার ‘চোখের জলে’, ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার ‘পিয়া রে পিয়া রে’, ‘প্রেম আমার’ সিনেমার ‘বোঝে না সে বোঝে না’ তার গাওয়া ব্যাপক শ্রোতাপ্রিয় কয়েকটি গান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ