Connect with us

বলিউড

বেবি বাম্পে সুখবর দিলেন ক্যাটরিনা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

গুঞ্জন নয় সত্যি! বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে সুখবর জানিয়েছেন তিনি। আগামী মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে যেকোনো দিন পৃথিবীর আলো দেখবে তার ও অভিনেতা ভিকি কৌশলের প্রথম সন্তান। এখন তারা সেই অপেক্ষায়। 

আজ (২৩ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে ক্যাটরিনার পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, তার বেবি বাম্প ধরে আছেন ভিকি কৌশল। নিজেদের সংসার বড় হচ্ছে বলে এই তারকা দম্পতির মুখে সুখের হাসি।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (ছবি: ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে ক্যাটরিনা লিখেছেন, ‘অঢেল ভালোবাসা ও কৃতজ্ঞচিত্তে আমরা জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি।’

ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

কয়েক মাস ধরে ক্যাটরিনার সন্তানসম্ভবা হওয়া নিয়ে জল্পনা চলছিলো। সম্প্রতি মুম্বাইয়ে একটি ফেরিতে ওঠার সময় পোশাক ও হাঁটাচলা দেখে অনেকে ধরে নিয়েছিলো তিনি অন্তঃসত্ত্বা। অবশেষে তিনি নিজেই সব জল্পনার অবসান ঘটালেন।

স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

সুখবরটি জানার পর থেকে ক্যাটরিনা ও ভিকিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বলিউড তারকারা।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

২০২১ সালের ৯ ডিসেম্বর ভারতের রাজস্থানে পাঁচতারকা হোটেল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘরোয়া পরিসরে বিয়ের বন্ধনে জড়ান ক্যাটরিনা ও ভিকি। ঘর বাঁধার সাড়ে তিন বছরের বেশি সময় পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন ক্যাটরিনা। এরমধ্যে প্রায় দুই বছর ধরে বড় পর্দা থেকে দূরে আছেন তিনি।

ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে ক্যাটরিনাকে। সন্তানের জন্মের পর দীর্ঘ সময়ের মাতৃত্বকালীন ছুটিতে থাকার পরিকল্পনা আছে তার।

সিনেমাওয়ালা প্রচ্ছদ