Connect with us

গান বাজনা

‘কোক স্টুডিও বাংলা’য় অবশেষে হাবিব ওয়াহিদ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

হাবিব ওয়াহিদ (ছবি: ফেসবুক)

কোক স্টুডিও বাংলা’য় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের পরিবেশনা দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন তার ভক্তসহ অনেক দর্শক-শ্রোতা। অবশেষে তাদের আশা পূরণ হচ্ছে। কোক স্টুডিও বাংলা’র তৃতীয় মৌসুমের নতুন গান নিয়ে আসছেন এই তারকা। আজ (২৪ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় ভেরিফায়েড ফেসবুক পেজের প্রোফাইল পিকচারে এই আভাস দিয়েছেন তিনি। তার ছবিটিতে লেখা, ‘কোকাকোলা, রিয়েল ম্যাজিক।’

জানা গেছে, কোক স্টুডিও বাংলা’য় হাবিবের সঙ্গে চমক হিসেবে সুরের মূর্ছনা ছড়াবেন তাজিক গায়িকা মেহরনিগরি রুস্তম। তাদের গানটির শিরোনাম ‘মহা জাদু’। এর বাংলা অংশ গেয়েছেন হাবিব। গানটির শুরুতে রয়েছে তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমের পরিবেশনা। তাজিকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে তিনি অন্যতম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সরব। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ১৫ লাখ।

আশা করা হচ্ছে, মহা জাদু’ গানে হাবিবের মিউজিক্যাল ফিউশন ও মেহরনিগরি রুস্তমের মনমাতানো পরিবেশনা থাকবে নতুন গানে। এটি ইউটিউবে কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেল ও স্পটিফাইয়ে উপভোগ করা যাবে।

হাবিব ওয়াহিদ (ছবি: ফেসবুক)

কোক স্টুডিও বাংলা’য় হাবিবের গানের আভাস পেয়ে ভক্তরা আনন্দিত। তার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারের মন্তব্যের ঘরে কেজিএম রাহাত নামের একজন লিখেছেন, ‘অনেকদিনের অপেক্ষায় ছিলাম। সত্যি শান্তি লাগছে। গান কিন্তু শুনি নাই, তারপরও শান্তি!’

আকলু তালুকদার নামের একজন লিখেছেন, ‘কোক স্টুডিও এবার কাঁপাবে।’ এস এ জনো লিখেছেন, ‘অপেক্ষায় ছিলাম এমন একটা ঘোষণার জন্য।’

হাবিব ওয়াহিদ (ছবি: ফেসবুক)

বছরখানেকেরও বেশি সময় পর গত ২৩ আগস্ট কোক স্টুডিও বাংলা’র তৃতীয় মৌসুম ফিরেছে। ইতোমধ্যে ‘বাজি’ (হাশিম মাহমুদ, ইমন চৌধুরী) ও ‘লং ডিসট্যান্স লাভ’ (অংকন কুমার ও মুমতাহিনা মেহজাবিন আফরিন) প্রকাশিত হয়েছে। ‘কোক স্টুডিও বাংলা’র তৃতীয় মৌসুমের অন্য তিনটি গান হলো ‘তাঁতি’, ‘মা লো মা’ ও নতুন আঙ্গিকে ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’। ‘কোক স্টুডিও বাংলা’র মিউজিক কিউরেটর হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব।

‘কোক স্টুডিও বাংলা’ হলো কোকা-কোলার আন্তর্জাতিক সংগীত আয়োজন কোক স্টুডিওর বাংলাদেশি সংস্করণ। বিশ্বের সামনে বাংলা সংগীতকে তুলে ধরার প্রয়াস হিসেবে মানসম্পন্ন কন্টেন্ট উপহার দিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে চালু হয় ‘কোক স্টুডিও বাংলা’। এর প্রথম ও দ্বিতীয় মৌসুম দারুণ সাফল্য পেয়েছে। দুটি মৌসুমে জনপ্রিয় গানের তালিকায় উল্লেখযোগ্য– ‘নাসেক নাসেক’, ‘কথা কইও না’, ‘দেওরা’, ‘দাঁড়ালে দুয়ারে’, ‘বুলবুলি’, ‘দিওয়ানা’ প্রভৃতি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ