সিনেমা হল
মেহজাবীনের ‘সাবা’র সঙ্গে বড় পর্দায় আরো নতুন দুই সিনেমা

‘সাবা’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফিউশন পিকচার্স)
ঢালিউডে ঈদ উৎসব ছাড়া দীর্ঘ সময় পর নতুন তিনটি সিনেমা মুক্তি পেলো আজ (২৬ সেপ্টেম্বর)। এগুলো হলো– মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও এম শফিউল আজম পরিচালিত ‘উদীয়মান সূর্য’। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমাহলে সিনেমা তিনটির প্রদর্শনী চলছে।
শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে গত বছর বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তবে নিজের দ্বিতীয় সিনেমা হিসেবে ‘প্রিয় মালতী’র শুটিং করেছিলেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ এই তারকার দ্বিতীয় ছবি হিসেবে মুক্তি পেলো। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার ও সনি স্কয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, বগুড়ার মম-ইন মুভি থিয়েটার ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে এর প্রদর্শনী হচ্ছে।

‘সাবা’ সিনেমার শুটিংয়ে মেহজাবীন চৌধুরী ও মাকসুদ হোসেন (ছবি: ফিউশন পিকচার্স)
পরিচালক মাকসুদ হোসেনের প্রথম সিনেমা ‘সাবা’। এর গল্প সাবা নামের এক তরুণীকে কেন্দ্র করে আবর্তিত। বাবা নিখোঁজ হওয়ার পর ঢাকায় অসুস্থ মাকে নিয়ে শুরু হয় তার সংগ্রাম। ‘সাবা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। তার মায়ের চরিত্রে রোকেয়া প্রাচী ও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান দম্পতি।
গত বছর ৪৯তম টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর দক্ষিণ কোরিয়ার বুসান, সৌদি আরবের রেড সি, ইন্দোনেশিয়া, ভারতের বেঙ্গালুরু ও মুম্বাই, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি, লন্ডনের রেইনড্যান্স, যুক্তরাষ্ট্রের ডালাস, জাপানের ওসাকা, সুইডেনের গথেনবর্গ উৎসবে বিভিন্ন দেশের দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘সাবা’।
এদিকে ২৭টি সিনেমাহলে চলছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার রানার-আপ নিশাত সালওয়া এই সিনেমার মাধ্যমে ঢালিউডে নাম লেখান। এতে চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। পাঁচ বছর আগে শুটিং শুরু হওয়া সিনেমাটির একটি অংশের কাজ হয়েছে নড়াইলে মধুমতী নদীর পাড়ে। ২০২১ সালে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও বিভিন্ন জটিলতায় এর মুক্তি থমকে ছিলো। অবশেষে সব জটিলতা কাটিয়ে দি অভি কথাচিত্রের পরিবেশনায় বড় পর্দায় মুক্তি পেলো সিনেমাটি।
‘স্বপ্নে দেখা রাজকন্যা’য় আরো অভিনয় করেছেন আলীরাজ, মৌসুমী আক্তার মিথিলা, প্রয়াত সাংকো পাঞ্জা, শামীম খান চিকন আলী, রেবেকা, মারুফ আকিব, সুব্রত ফারদিন, শিমুল খান, আমিন সরকার। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ খান।
সাতটি সিনেমাহলে মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘উদীয়মান সূর্য’। এতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নূর। এছাড়া আছেন শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, এবিএম সোহেল রশীদ। এটি এস এম শফিউল আযম পরিচালিত প্রথম সিনেমা। এটি দেখা যাচ্ছে উত্তরার ম্যাজিক মুভি থিয়েটার, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, অবকাশ সিনেমা হল (দিনাজপুর), চলন্তিকা সিনেমা (নরসিংদী), সোনালী সিনেমা হল (মাদারীপুর), নসিব সিনেমা হল (নওগাঁ) ও ভাই ভাই (টাঙ্গাইল) সিনেমাহলে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস