Connect with us

ছবিঘর

সূর্যদেবী রূপে রুনা খান

অভিনেত্রী রুনা খান নতুন ফটোশুটে নজর কাড়লেন। এগুলোতে সূর্যদেবী রূপে আবেদনময়ী হিসেবে হাজির হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা নতুন কয়েকটি ছবি বেশ সাড়া ফেলেছে। 

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘আমি ঢাকা’ ফ্যাশন হাউসের যাত্রা শুরুর ফটোশুট করেছেন রুনা খান। তাকে ‘সূর্যদেবী’র মতো সাজানো হয়েছে। তার মাঝে যেন ঠিকরে পড়ছে স্বর্ণে সুশোভিত দীপ্তি। এতে মূর্ত হয়েছে আগুন, শক্তি ও জাগরণ। রুনা খানের ছবিগুলো তুলেছেন রনি রেজাউল।

‘বি হিয়ার নাউ’ নামের একটি প্ল্যাটফর্মের সহায়তায় গত ১২ সেপ্টেম্বর সোনারগাঁওয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়িতে বিশেষ ফ্যাশন শো আয়োজন করে আমি ঢাকা। রানওয়েতে ক্যাটওয়াক করেন রুনা খান, তানজিয়া জামান মিথিলাসহ অনেকে।

প্রথমবার চিত্রনায়িকার চরিত্রে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন রুনা খান। ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’য় তাকে বড় পর্দার তারকার ভূমিকায় দেখা যাবে। এটি পরিচালনা করছেন আলী জুলফিকার জাহেদী। রুনা খান ইতোমধ্যে এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চলতি বছরের শেষ প্রান্তে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’র শুটিং শুরুর পরিকল্পনা করা হয়েছে। পর্দা ও অভিনয়ের বাইরে চিত্রনায়িকার ব্যক্তিজীবনের সুখ-দুঃখ-হাসি-কান্নার গল্প বলা হবে নতুন ছবিতে।

রুনা খানের আরো তিনটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো– মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ ও জাহিদ হোসেনের ‘লীলামন্থন’।

রুনা খানের ‘নীলপদ্ম’ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে গত ৭ জুন। তৌফিক এলাহির পরিচালনায় এতে দৌলতদিয়ার যৌনকর্মী নীলা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ৯ জুন একই প্ল্যাটফর্মে মুক্তি পায় তার অভিনীত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনি’। এটি পরিচালনা করেছেন অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ