সিনেমা হল
ঢালিউডের নতুন ২ সিনেমা মুক্তি পেলো

‘বান্ধব’ সিনেমার পোস্টার (ছবি: অনুপম কথাচিত্র)
ঢালিউডের নতুন দুটি সিনেমা মুক্তি পেলো আজ (৩ অক্টোবর)। এগুলো হলো– নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ও সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমাহলে সিনেমা দুটির প্রদর্শনী চলছে।
‘বান্ধব’ সিনেমায় তুলে ধরা হয়েছে ময়লা-আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া নাম-পরিচয়হীন একটি শিশুর জীবনের গল্প। এতে অভিনয় করেছেন মৌ খান, গাজী রাকায়েত, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া। ২০১৮ সালে এর শুটিং শুরু হয়। বিভিন্ন জটিলতার কারণে সাত বছর পর মুক্তি পেলো সিনেমাটি। লায়ন সিনেমাসসহ ৬টি সিনেমাহলে দেখা যাবে ‘বান্ধব’।

‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার পোস্টার (ছবি: আম্মাজান ফিল্ম)
অন্যদিকে ঢাকার ব্লকবাস্টার সিনেমাসহ বিভিন্ন জেলার ১২টি সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’। এতে দেখা যাবে করোনার পর কুয়াকাটায় ঘুরতে যাওয়া একদল ব্যাচেলরের গল্প। সেখানে ভ্রমণে যাওয়া একঝাঁক মেয়ের সঙ্গে তাদের পরিচয় হয়। সামুদ্রিক সৌন্দর্যের আবহে করোনা-পরবর্তী সময়ে জীবন নিয়ে মানুষের উপলব্ধি, বন্ধুত্ব ও প্রেম তুলে ধরা হয়েছে এতে। ২০২২ সালের শেষ দিকে এর শুটিং শুরু হয়। বাজেটের সমস্যাসহ বিভিন্ন জটিলতার কারণে তিন বছর পর মুক্তি পেলো সিনেমাটি। বিশেষ একটি গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল। এছাড়া আছেন কায়েস আরজু, শিরিন শিলা, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাঈদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, আফফান মিতুল প্রমুখ।
এদিকে গত দুই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখা যাচ্ছে বড় পর্দায়। এরমধ্যে উল্লেখযোগ্য– মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’, লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’, সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত ‘নন্দিনী’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
