ওটিটি
ওয়েব সিরিজের সাফল্য নিয়ে বলতে সেই সংলাপ টেনে আনলেন আরিয়ান

আরিয়ান খান (ছবি: নেটফ্লিক্স)
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান বরাবরই নিজেকে একটু আড়ালে রাখেন। তাকে জনসম্মুখে মাঝে মধ্যে দেখা গেলেও মুখে হাসি থাকে না। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে আছে। ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এটি দারুণ সাড়া পেয়েছে। এতে ব্যবহৃত জনপ্রিয় গান ও বিভিন্ন মুহূর্ত নিয়ে ইন্টারনেটে মজার মিম, কমেন্ট, রিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে দেদার। ভারতসহ ৯টি দেশে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখার পাশাপাশি দুই সপ্তাহ ধরে নেটফ্লিক্সের অ-ইংরেজি শীর্ষ ৫ চার্টে রয়েছে ওয়েব সিরিজটি। কিন্তু এ নিয়ে কোথাও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেনন আরিয়ান। অবশেষে মুখ খুলেছেন তিনি।
‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজে রজত বেদি অভিনীত জরজ চরিত্রের বলা একটি সংলাপের প্রসঙ্গ টেনেছেন আরিয়ান। তিনি বলেন, ‘জীবনে কোনো সমস্যা কিংবা খারাপ কিছু ঘটলে জরজের বলা একটি সংলাপ মনে রাখার চেষ্টা করি। যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। শুরুতে ভেবেছিলাম এটি অনুপ্রেরণাদায়ক, কিন্তু পরে বুঝলাম এটি ছিল ঘুমের অভাব আর ক্লান্তি! তবুও সেই দর্শন আমাকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ জুগিয়েছে। এখন আমার কাজ মানুষের মুখে হাসি ফুটিয়েছে দেখে আবেগাপ্লুত হয়েছি। এটাই আমার কাজ করার মূল কারণ, এটাই আমাকে গল্প বলার জগতে টেনে এনেছে।’

শাহরুখ খান, গৌরি খান ও আরিয়ান খান (ছবি: নেটফ্লিক্স)
আরিয়ান যোগ করেন, ‘সারা দুনিয়া থেকে যত ভালোবাসা পাচ্ছি, সেসব সত্যিই অবিশ্বাস্য। ওয়েব সিরিজটি বিভিন্ন দেশে ট্রেন্ডিংয়ে আছে, টাইমলাইন ভরে যাচ্ছে রিল, মিম আর ভক্তদের নানা থিওরিতে। যে গল্প শুধু আমার ছিল, আজ সেটি অসংখ্য মানুষের। শুধু নেটফ্লিক্সের সুবাদে এই গল্প বিশ্বজুড়ে ঘরে ঘরে পৌঁছেছে। ঠিক জরজ চরিত্রটি যেমন বিনয়ের সঙ্গে বলতো, ‘এবার চিনতে পেরেছো আমাকে?’

শাহরুখ খান, গৌরি খান ও আরিয়ান খান (ছবি: নেটফ্লিক্স)
কিছুদিন আগে ‘দ্য ব্যা***ডস অব বলিউড’কে কেন্দ্র করে আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি’র সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। সিরিজের একটি দৃশ্যে মাদকবিরোধী অভিযান চালায় এক কর্মকর্তা। তার শারীরিক গড়ন ও চুলের কাটের সঙ্গে সমীর ওয়াংখেড়ের মিল পাওয়া যায়। আরিয়ান এর মাধ্যমে খোঁচা দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলে অভিযোগ ওঠে। তাই তিনি আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানি মামলা করেন। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে।

আরিয়ান খান, গৌরি খান, আব্রাম খান, সুহানা খান ও শাহরুখ খান (ছবি: নেটফ্লিক্স)
রেড চিলিস এন্টারটেইনমেন্টস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ নির্মাণ করেছেন আরিয়ান খান। সহযোগী নির্মাতা হিসেবে কাজ করেছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান। তারা তিন জন মিলে শোটির গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন। সংলাপ লিখেছেন আরিয়ান নিজেই। ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজের জনপ্রিয়তা প্রমাণ করে, তিনি বলিউডের চিরকালীন জাদু ধরতে পেরেছেন। এতে পর্দার আড়ালের দুনিয়াকে লাইমলাইটে এনেছেন তিনি। ছেলের সিরিজ নিয়ে বিশাল প্রচারণা চালিয়েছেন শাহরুখ খান ও গৌরি খান দম্পতি। নিউইয়র্কের টাইমস স্কয়ারে এর পোস্টার ঝুলেছে, লন্ডনের কিং’স ক্রস স্টেশন ও লিভারপুল স্ট্রিট স্টেশনে ডিজিটাল বোর্ড দেখা গেছে।

আরিয়ান খান ও ববি দেওল (ছবি: নেটফ্লিক্স)
‘দ্য ব্যা***ডস অব বলিউড’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, সাহের বাম্বা, রাঘব জুয়াল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, গৌতমী কাপুর ও রজত বেদি। বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডে এক তরুণের স্বপ্নপূরণের সংগ্রাম তুলে ধরা হয়েছে এতে। ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজের সুবাদে ববি দেওল অভিনীত ‘গুপ্ত’ (১৯৯৭) সিনেমার ‘দুনিয়া হাসিনো কা মেলা’ গানের মূল সংস্করণ ইউটিউবে ৫০ লাখের বেশি নতুন ভিউ পেয়েছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস