Connect with us

ছবিঘর

‌‘যদি বেশি খারাপ লাগে তাহলে এড়িয়ে যান’

মডেল ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাসখানেকের বেশি সময় ধরে কানাডায় অবস্থান করছেন। দেশটির বিভিন্ন শহর থেকে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি ও নিজের মনমেজাজের কথা পোস্ট করছেন তিনি। এরমধ্যে কালো রঙের বিকিনি পরা কয়েকটি ছবিতে নজর কেড়েছেন এই তারকা।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ফুরফুরে মেজাজে সমুদ্রে দাঁড়িয়ে তোলা পাঁচটি ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত ফারিয়া।

ফেসবুক পোস্টে ঝাপটা মারা তিমির ইমোজি জুড়ে দিয়ে নুসরাত ফারিয়া লিখেছেন, ‌‘যদি বেশি খারাপ লাগে তাহলে স্ক্রল করুন।’

নুসরাত ফারিয়ার ছবিগুলো দেখে অনেকে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ঠিক যেন দীপিকা পাড়ুকোনের মতো!’ আরেক ভক্তের চোখে, ‘খুব সুন্দর।’

কানাডার মন্ট্রিলে ৩৯তম ফোবানা সম্মেলনে পারফর্ম করেছেন নুসরাত ফারিয়া। এর আয়োজন করেছে প্রবাসীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে আটক করে গ্রেফতার দেখায় পুলিশ। ২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করে।

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন-৩’। এর মাধ্যমে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় কাজ করলেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ২০১৫ সালে ‘আশিকি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর এই অঙ্গনে ১০ বছর পেরিয়ে এসেছেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ