Connect with us

সিনেমা হল

স্টার সিনেপ্লেক্সের ২১ বছর পূর্তিতে একটি টিকিট কিনলে একটি ফ্রি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

স্টার সিনেপ্লেক্সের ২১ বছর পূর্তির লোগো

দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমাহল স্টার সিনেপ্লেক্সের পথচলার ২১ বছর পূর্তি হলো। আজ (৮ অক্টোবর) এবারের জন্মদিন উপলক্ষে দর্শকদের জন্য থাকছে বিশেষ উপহার। স্টার সিনেপ্লেক্সের সকল শাখায়, সকল শোতে, যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকরা। এছাড়া আমন্ত্রিত সাংবাদিকদের আজ সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় দেখানো হবে ভৌতিক ধাঁচের সিনেমা ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’। 

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বরাবরের মতো এবারও বিশেষ আয়োজনে জন্মদিন উদযাপন করা হচ্ছে। আমাদের দীর্ঘ পথচলায় শুরু থেকে সহযোগিতা করে আসছেন বিনোদন সাংবাদিকরা। দর্শকদের পাশাপাশি সাংবাদিকদের সমর্থন স্টার সিনেপ্লেক্সকে এতোদূর আসতে বিশেষ ভূমিকা রেখেছে। তাই সাংবাদিকদের কেন্দ্র করে থাকছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন।’

২১ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্টার সিনেপ্লেক্সের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের চালিকাশক্তি। তাদের ভালোবাসার সুবাদেই আমাদের এই মাল্টিপ্লেক্সের বিস্তৃতি ঘটেছে। দর্শকরা সবসময় ভালো সিনেমা দেখতে উদগ্রীব থাকেন। তারা যেন নিরাপদে উন্নত পরিবেশে সিনেমা উপভোগ করতে পারেন, বরাবরই সেই চেষ্টা থাকে আমাদের। দর্শকরা আমাদের ওপর আস্থা রেখেছেন, এটাই আমাদের বড় সাফল্য। শুধু বিদেশি ছবির ওপর নির্ভরতা নয়, আমাদের প্রত্যাশা– দেশে নিয়মিতভাবে ভালো ভালো সিনেমা তৈরি হবে ও এগুলো দেখতে সবসময় দর্শকদের ভিড় হবে।’

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখার একটি সিনেমাহল

বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্টার সিনেপ্লেক্সের মোট ২২টি বড় পর্দায় সিনেমার প্রদর্শনী চলছে। মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, দর্শকদের চাহিদা ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে মাল্টিপ্লেক্স সিনেমাহলটির আরো কিছু শাখার নির্মাণ কাজ চলছে। তিনি নিশ্চিত করেছেন, পর্যায়ক্রমে স্টার সিনেপ্লেক্সের পরিধি আরো বাড়বে। আগামী বছর সিনেমাহলের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। বিশ্বমানের প্রযুক্তি ও রুচিসম্মত পরিবেশের সুবাদে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে দেশের প্রথম এই মাল্টিপ্লেক্স সিনেমাহল। ফলে দিনে দিনে এর পরিধি বেড়েছে। বর্তমানে এখানে একটি ভিআইপি সিনেমাহলসহ মোট পাঁচটি বড় পর্দা আছে। এছাড়া ধানমন্ডির সীমান্ত স্কয়ার, মহাখালীর এসকেএস টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার, বিজয় সরণির সামরিক জাদুঘর ও উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মলে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রামের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সের শাখা আছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ