Connect with us

গান বাজনা

ঢাকায় একমঞ্চে গাইবেন জেমস ও জুনুনের আলি আজমত

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আলি আজমত ও ফারুক মাহফুজ আনাম জেমস (ছবি: ফেসবুক)

রকসংগীতপ্রেমীদের জন্য সুখবর! দুই দেশের দুই রকতারকা বাংলাদেশের নগরবাউল জেমস ও পাকিস্তানের জুনুন ব্যান্ডের গায়ক আলি আজমত গানে গানে একই মঞ্চ মাতাবেন। ‘আলি আজমত X নগরবাউল জেমস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্ট হবে আগামী ১৪ নভেম্বর। 

ঢাকা-টঙ্গী মহাসড়কে অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট আয়োজন করেছে অ্যাসেন। তাদের সহযোগিতা করছে স্টেট মিডিয়া। রক ও সুফি সংগীতের মেলবন্ধনে দর্শক-শ্রোতারা দারুণ অভিজ্ঞতা পাবেন বলে আশা আয়োজকদের।

আলি আজমত ও জেমসের কনসার্টের পোস্টার (ছবি: অ্যাসেন)

গত ২ অক্টোবর থেকে কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে। আলি আজমত নিজের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ