Connect with us

ওটিটি

ফ্যাশনেবল মেয়ে ও ফুড বিক্রেতা তরুণের প্রেম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘লিটল মিস ক্যাওস’ ওয়েব ফিল্মের পোস্টার (ছবি: চরকি)

বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটি খুব ফ্যাশন সচেতন। তার বেড়ে ওঠা ও চারপাশের জগত বেশ ক্যাওটিক (ঝামেলাপূর্ণ)। সে নিজেও খানিকটা ক্যাওটিক। মেয়েটি মূলত তার ক্যাওস স্বভাব আড়াল করতে চায় সাজ-পোশাকে। ইরার সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে মারুফ। সচ্ছল পরিবারের সন্তান হলেও ছেলেটি নিজে কিছু করতে চায়। তাই লেখাপড়ার পাশাপাশি ফুড কার্টে খাবার বিক্রি করে সে। বিশ্ববিদ্যালয়ে ইরার ক্যাওস তৈরির একমাত্র উপলক্ষ এই তরুণ। তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি, ঝগড়া, বন্ধুত্ব ও প্রেমের গল্প নিয়ে তৈরি হলো ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। রোমান্টিক ড্রামেডি ধাঁচের এই কন্টেন্টে বিশ্ববিদ্যালয় জীবনের দুষ্টু-মিষ্টি সময়কে তুলে ধরা হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি’তে গতকাল দিবাগত রাত ১২টা ১ মিনিটে (৯ অক্টোবর) মুক্তি পেয়েছে ‘লিটল মিস ক্যাওস’। এতে ইরা চরিত্রে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। এটি তার প্রথম ওয়েব ফিল্ম। নবীন এই অভিনেত্রীর আশা, ওয়েব ফিল্মটি তরুণদের খুব ভালো লাগবে। তিনি বলেন, “গল্পে রোম্যান্স আছে, কমেডি-সার্কাজম আছে। আমিই যেহেতু ‘লিটল মিস কেওস’, শুটিংয়ের সময় অনস্ক্রিন-অফস্ক্রিন ক্যাওস করে বেরিয়েছি। খুব মজা লেগেছে কাজটি করে।”

‘লিটল মিস ক্যাওস’ ওয়েব ফিল্মে সাদনিমা বিনতে নোমান (ছবি: চরকি)

মারুফ চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী। তিনি মনে করেন রোম্যান্স ও কমেডি একটু ভিন্নভাবে এসেছে এই ফিল্মে। তার কথায়, “ফান, ড্রামা, দুষ্টুমি, রোম্যান্স, বন্ধুত্বের সুন্দর মিশ্রণ হয়েছে ওয়েব ফিল্মে। আশা করছি, দর্শকদের এটি খুবই ভালো লাগবে। সাধারণত প্রাণবন্ত কিংবা ফুর্তিবাজ তরুণের চরিত্রে এতোদিন অভিনয় করেছি। কিন্তু ‘লিটল মিস ক্যাওস’ ওয়েব ফিল্মে আমি একটু ধীরস্থির। সেজন্য চ্যালেঞ্জ ছিল, তাই কাজটি করে মজা লেগেছে।”

‘লিটল মিস ক্যাওস’ ওয়েব ফিল্মে সাদ সালমি নাওভী (ছবি: চরকি)

‘লিটল মিস ক্যাওস’ পরিচালনা করেছেন মাহমুদা সুলতানা রীমা। এবারই প্রথম ওয়েব ফিল্ম বানিয়েছেন তিনি। এর গল্প ও সংলাপ তারই লেখা। নির্মাতা রীমার সঙ্গে মিলে চিত্রনাট্য তৈরি করেছে ‘রাইটার্স সিটি’।

মাহমুদা সুলতানা রীমা (ছবি: চরকি)

নির্মাতা মাহমুদা সুলতানা রীমা মনে করেন, মেট্রোপলিটনের তরুণদের প্রতিনিধিত্ব করেছে ইরা ও মারুফ। ইরার ঝড়গুলো কীভাবে মারুফের মধ্যে শান্ত একটা ঠিকানা খুঁজে পায়, সেই গল্পই বলা হয়েছে ওয়েব ফিল্মে। তার ভাষ্যে, ‘মেট্রোপলিটনের ক্যাওটিক জীবনে আমাদের সবারই অতীতের ট্রমা ও ব্যাগেজ আছে। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের অংশ। অবশ্য এই ক্যাওটিক জার্নিতে যদি পাওয়া যায় একটুখানি আশ্রয় ও ভরসার জায়গা, তাহলে কেমন হয়? সেই গল্পটাই দর্শকরা এই ওয়েব ফিল্মে দেখছেন।’

‘লিটল মিস ক্যাওস’ ওয়েব ফিল্মের পোস্টার (ছবি: চরকি)

ওয়েব ফিল্মটিতে ইরার বন্ধু হিসেবে অভিনয় করেছেন আইশা খান ও ক্রিস্টাল ডি’রোজারিও। মারুফের বন্ধুর ভূমিকায় আছেন তামজিদ তন্ময়। এছাড়া অভিনয় করেছেন দীপা খন্দকার, সাদিকা স্বর্ণা, হোসনে আরা আলি নার্গিস, রফিউল কাদের রুবেল, মহাম্মাদ বাদল শিকদার, নাহিন শফিক, ফারিহা রাহমান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ