শুভেচ্ছা
আবার বিয়ে ও ছেলের বাবা হওয়ার সুখবর দিলেন জেমস

জেমসের সঙ্গে নামিয়া আমিন (ছবি: নগরবাউল ব্যান্ড)
ফের বিয়ের বন্ধনে জড়ালেন নগরবাউল ফারুক মাহফুজ আনাম জেমস। আমেরিকা প্রবাসী নামিয়া আমিনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। ১৬ মাস আগেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, চার মাস আগে এই দম্পতির ঘর আলো করেছে এক পুত্রসন্তান। আজ (২২ অক্টোবর) জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন এই সুখবর দিয়েছেন।
নামিয়ার বাবা নুরুল আমিন ও মা নাহিদ আমিন আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। নামিয়া যুক্তরাষ্ট্রেই বেড়ে উঠেছেন। নৃত্যশিল্পী হিসেবে তার পরিচিত আছে। বিয়ের পর তিনি নাম বদলে হয়েছেন নামিয়া আনাম।
২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্টে সংগীত পরিবেশনের সময় জেমসের সঙ্গে নামিয়ার পরিচয় হয়। ধীরে ধীরে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন দেশে। কিছুদিন যেতেই মনের টানে নামিয়া ঢাকার বনানীতে নগরবাউলের বাসায় চলে আসেন। ২০২৪ সালের ১২ জুন বিয়ে করেন তারা।

জেমসের কোলে জিবরান আনাম (ছবি: নগরবাউল ব্যান্ড)
২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিং টং হাসপাতালে স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে জন্ম নেয় জেমস-নামিয়ার পুত্রসন্তান জিবরান আনাম। আবার বাবা হওয়ায় নগরবাউলকে অভিনন্দন ও শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন কাছের স্বজন ও বন্ধুরা।
নতুন জীবন প্রসঙ্গে জেমস বলেন, ‘আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।’

ফারুক মাহফুজ আনাম জেমস (ছবি: ফেসবুক)
রক সংগীতের তারকা জেমসের তৃতীয় বিয়ে এটি। এর আগে চিত্রনায়িকা রথি ও বর্তমানে আমেরিকা প্রবাসী বেনজীরের সঙ্গে তার বিয়েবিচ্ছেদ হয়। প্রথম স্ত্রী রথির কাছে আছে জেমসের পুত্রসন্তান দানিশ ও কন্যা জান্নাত। তারা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে নিজেদের জীবনে ব্যস্ত সময় পার করছেন।
২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজির সাজ্জাদের কাছ থেকে পেশাগত কারণে আলাদা হয়েছেন জেমস। বেনজীর তাদের একমাত্র কন্যাসন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাসের মনস্থির করেন। কিন্তু জেমস গান নিয়ে দেশেই থাকার সিদ্ধান্তে অটল ছিলেন। তখন সমঝোতার ভিত্তিতে তাদের ছাড়াছাড়ি হয়।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
