সিনেমা হল
‘ডেমন স্লেয়ার’ সফল হওয়ার পর দেশে আরেকটি জাপানি সিনেমা

‘চেইনসো ম্যান – দ্য মুভি: রেজ আর্ক’ সিনেমার পোস্টার (ছবি: সনি পিকচার্স)
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন দুনিয়ায় এক নতুন দুয়ার উন্মোচন করে দিয়েছে। জাপান ছাড়িয়ে অ্যানিমে সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সম্প্রতি ২ কোটি ডলার ব্যয়ে নির্মিত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ বক্স অফিসে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে। এটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৬৬ কোটি ডলার। বাংলাদেশেও ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ দারুণ সাড়া পেয়েছে। গত মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দর্শকরা এই সিনেমা দেখতে ভিড় করেছেন। সেই সাফল্যের রেশ ধরে জাপানি অ্যানিমে সিরিজের ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন ধাঁচের নতুন সিনেমা ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’ এলো বাংলাদেশে। তাতসুকি ফুজিমোতোর মাঙ্গা সিরিজ ‘চেইনসো ম্যান’ অবলম্বনে তৈরি হয়েছে এটি।
জাপানে গত ১৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘চেইনসো ম্যান – দ্য মুভি: রেজ আর্ক’। ইতোমধ্যে বক্স অফিসে এর আয় হয়েছে ৬ কোটি ৮৩ লাখ ডলার। জাপানের বাইরে বিভিন্ন দেশে এই সিনেমা নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ লক্ষণীয়। তাই সনি পিকচার্সের পরিবেশনায় আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশে এটি মুক্তি পেলো আজ (২৪ অক্টোবর)। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের এজিএম (মিডিয়া ও মার্কেটিং) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, অনেক দর্শক অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করেছেন।
‘চেইনসো ম্যান – দ্য মুভি: রেজ আর্ক’ পরিচালনা করেছেন তাতসুয়া ইয়োশিহারা। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের গল্প রয়েছে এতে। সিনেমার একদিকে আছে মানবতা, অন্যদিকে দানবের জগত। একদিকে দায়িত্ব, অন্যদিকে আবেগ– এই দুইয়ের মধ্যে আটকে পড়ে রেজ। তার আসল পরিচয় ডেনজি জেনে ফেলার পর শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ।

‘চেইনসো ম্যান – দ্য মুভি: রেজ আর্ক’ সিনেমার পোস্টার (ছবি: সনি পিকচার্স)
১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার গল্পে চেইনসো ম্যান হয়ে ডেনজি যোগ দেয় দানব শিকারী সংস্থায়। এরপরই তার জীবনে আসে রেজ নামের রহস্যময় এক নারী। সে কাজ করে একটি ক্যাফেতে। শুরুর দিকে গল্পটি রোমান্টিক পথ ধরে এগিয়ে যায়। ডেনজির মধ্যে স্বাভাবিক জীবনের স্বপ্ন আসতে শুরু করে। যদিও একটু রোমান্টিক ভাবনায় ধীরে ধীরে শুরু হওয়া প্রেক্ষাপট একসময় মোড় নেয় বিপর্যয়ের দিকে। রেজের আসল পরিচয়, তার ক্ষমতা ও ধ্বংসাত্মক উদ্দেশ্য সামনে আসে সবার।
জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’। যুক্তরাষ্ট্রে ২৫ বছর আগে ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’-এর গড়া রেকর্ড ভেঙে দিয়েছে ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’। চলতি বছর সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমার তালিকায় পাঁচ নম্বরে আছে এটি। একইভাবে ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’ বক্স অফিসে দুরন্ত গতিতে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
