Connect with us

ঢালিউড

আবার চমকে দিলেন শাকিব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

নতুন আরেক লুকে আবার চমকে দিলেন ঢালিউড তারকা শাকিব খান। কোঁকড়া চুল, মোটা গোঁফ আর সানগ্লাসে তাকে একঝটকায় চেনার উপায় নেই! ধারণা করা হচ্ছে, ‘সোলজার’ সিনেমায় এমন রূপে বড় পর্দায় হাজির হবেন তিনি। 

আজ (২৬ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় নতুন ছবিটি পোস্ট করে শাকিব লিখেছেন, ‘নিজেকে যতো বেশি চিনতে পারবেন, ততোই কম চেনাতে হবে!’

শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, ‘কেউ কারো জায়গা নিতে পারে না, কিন্তু কেউ চাইলে অন্যকে ছাড়িয়ে যেতে পারে!’

‘সোলজার’ সিনেমায় শাকিব খান (ছবি: সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড)

দেশপ্রেমের গল্প নিয়ে ‘সোলজার’ নির্মাণ করছেন ছোট পর্দার নির্মাতা সাকিব ফাহাদ। এটাই তার পরিচালিত প্রথম সিনেমা। এতে থাকছে নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প; যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অধিকার আদায়ে সোচ্চার হয় ও দেশের জন্য কিছু করতে চায়।

শাকিব খান অভিনীত একজন সরকারি কর্মকর্তার চরিত্রে পাওয়া যাবে সংগ্রামী সাধারণ নাগরিকের প্রতিচ্ছবি, যে দেশের জন্য লড়াই করে। সিনেমাটির প্রথম ঝলকের ভিডিওতে গালভর্তি দাড়ি ও মুখে জখম নিয়ে ওপরে তাকিয়ে চিৎকার করতে দেখা যায় তাকে। ভিডিওর সবশেষে তিনি প্রশ্ন করেছেন, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?’ এরপর ‘সোলজার’-এর প্রথম অফিসিয়াল পোস্টারে ক্লিন শেভ লুকে গোঁফে হাজির হয়েছেন তিনি।

‘সোলজার’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড)

‘সোলজার’ সিনেমায় তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী তানজিন তিশা। সিনেমাটির আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ ও তারিক আনাম খান।

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

চলতি বছরের শেষে অথবা আগামী বছর দুই ঈদের মধ্যবর্তী কোনও সময়ে ‘সোলজার’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সিনেমাটিতে অর্থলগ্নি করেছে ‘হাওয়া’, ‘মনপুরা’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে ‘সোলজার’সহ দুই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব।

শাকিবের হাতে আরো আছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ