ঢালিউড
পালকিতে চড়ে মহরতে পূজা, ‘আমার অভিনয় জীবনের পুনর্জন্ম’

(বাঁ থেকে) শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, চঞ্চল চৌধুরী, পূজা চেরি ও আফরান নিশো (ছবি: চরকি)
দীর্ঘ ১০ বছর পর নতুন সিনেমা ‘দম’ পরিচালনা করতে যাচ্ছেন রেদওয়ান রনি। এতে অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর যুক্ত হওয়ার ঘোষণা আগেই দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় নারী চরিত্রে কে অভিনয় করবেন, সেই কৌতূহল ছিলো সবার। অবশেষে জানা গেলো তার নাম পূজা চেরি!
গতকাল (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি ক্লাবে ঘটা করে হয়ে গেলো ‘দম’ সিনেমার মহরত। অনুষ্ঠানের মঞ্চে পালকিতে চড়ে আসেন পূজা চেরি। শিল্পী-কুশলীদের পরিচয় করিয়ে দেওয়া ও শুটিং প্রস্তুতি জানানোর পাশাপাশি মহরতে সবার দোয়া ও আশীর্বাদ চেয়েছেন সিনেমাটির প্রযোজক-পরিচালক।
পূজা চেরি বলেন, “আমি খুব এক্সাইটেড, এতো ভালো একটা চিত্রনাট্য ও চরিত্র, আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। ক্যামেরার সামনে মেকআপ ছাড়াই অভিনয় করতে হবে আমাকে। ‘দম’ সিনেমায় যোগ দিয়ে মনে হয়েছে এটা আমার অভিনয় জীবনের পুনর্জন্ম। অনেকে বলতে পারেন, এতো সিনেমায় কাজ করার পর কেনো এটা বলছি। ‘দম’ দেখার পর হয়তো দর্শক সেটি বুঝতে পারবেন। নিজেকে আরও প্রমাণ করতে পারবো এই কাজের মাধ্যমে।”

পূজা চেরি (ছবি: চরকি)
‘দম’ সিনেমার প্রযোজক এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। তিনিই প্রথম পূজাকে এই সিনেমায় কাজ করার সুযোগ আসার কথা জানান। নায়িকার কথায়, “শাহরিয়ার শাকিল ভাই আমাকে ফোন করে বলেন, ‘দম’ সিনেমার জন্য রেদওয়ান রনি ভাই ফোন করবেন। আমি তো দারুণ এক্সাইটেড। কিন্তু রনি ভাই আর ফোন করেন না! কয়েকদিন পর এলো সেই কাঙ্ক্ষিত ফোন। তিনি জানালেন, আমাকে অডিশন দিতে হবে। আমিও নিজেকে প্রস্তুত রেখেছি, কারণ ‘দম’ সিনেমায় কাজ করতে মুখিয়ে ছিলাম। অডিশন দেওয়ার পর তো আরো টেনশন! তখন মনে একটাই ভাবনা, কাজটা পাবো তো? যখন জানতে পারি আমি চূড়ান্ত হয়েছি, এরপর দুই-তিন দিন আমার মুখে কোনো কথা নেই, খাওয়া বন্ধের মতো! আমি যে কী খুশি হয়েছি এটা তখন আমার সঙ্গে যারা ছিলেন তারাই জানেন। এখন আমরা নিয়মিত মহড়া করে যাচ্ছি। জার্নিটা খুব ভালো লাগছে।”
আফরান নিশো, রেদওয়ান রনি, এসভিএফ আলফা-আই ও চরকির সঙ্গে ‘দম’ হচ্ছে পূজা চেরির প্রথম কাজ। চঞ্চল চৌধুরীর সঙ্গে ছোটবেলায় কাজ করেছেন তিনি।

চঞ্চল চৌধুরী, পূজা চেরি ও আফরান নিশো (ছবি: চরকি)
পূজার মতোই এবারই প্রথম রেদওয়ান রনির পরিচালনায় কাজ করতে যাচ্ছেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর ‘দম’ নিয়ে বড় পর্দায় পূর্ণাঙ্গভাবে ফিরছেন তিনি। নতুন সিনেমাটির মহড়া করছেন তিনিও। শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে গিয়ে মাঝে মধ্যে ক্লান্তি এসে ভর করে তার ওপর। এক মাসের মধ্যে নিজের ওজন ১২ থেকে ১৪ কেজি কমিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, “প্রথম সিনেমায় আমার ওজন ছিলো ৮৪ কেজি। দ্বিতীয় সিনেমার সময় ওজন হয়েছিল ৯৫-৯৭ কেজি। ‘দম’-এর জন্য পরিচালক আমার ওজন করতে বলছেন ৭৫ কেজি। কিন্তু এক-দেড় মাসে ২০ কেজি ওজন কমানো সম্ভব না। তবুও চেষ্টা করে যাচ্ছি। এখন আমার ওজন ৮৩ কেজি।”
২০২৩ সালের ৯ ডিসেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে ঘটা করে সিনেমাটির ঘোষণা দিয়ে জানানো হয়, এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তখন প্রকাশ্যে আসে এর প্রচারণামূলক পোস্টার। এতে দেখা যায়, পাহাড়ি অঞ্চলে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে আছে একজন। লোকটির চোখ ও হাত বাঁধা। পোস্টারে ‘দম’ শব্দের মাত্রা দিতে ব্যবহার হয়েছে বন্দুকের স্কেচ।

(বাঁ থেকে) রেদওয়ান রনি, চঞ্চল চৌধুরী, পূজা চেরি, আফরান নিশো ও শাহরিয়ার শাকিল (ছবি: চরকি)
চঞ্চল চৌধুরী বলেন, “এমন কাজ আগে কখনো করিনি। সেজন্য দুই বছর অপেক্ষা করছি। আশা করি, এই অপেক্ষার ফল দর্শকরা পাবেন। সিনেমাটির শুটিংয়ে যেতে সবার মতো আমিও অপেক্ষা করছি। তার আগে আপনাদের কাছে দোয়া চাই। আমরা যেন দম নিয়ে ‘দম’টা শেষ করতে পারি। আমরা অভিনয়শিল্পীরা ভিন্ন রকমের চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে মুখিয়ে থাকি। এবার আমাদের সেই সুযোগ করে দিয়েছেন প্রযোজক-পরিচালক। নতুন গল্প ও নতুন চরিত্র নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। আমাদের জন্য এটি অন্যরকম চ্যালেঞ্জ।”
কাজাখস্তান থেকে ‘দম’-এর শুটিং শুরু হবে। ইতোমধ্যে দেশটিতে লোকেশন যাচাই করে এসেছেন নিশো ও প্রযোজক-পরিচালক। কাজাখস্তানে শুটিং প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘আমরা দুর্গম কিছু লোকেশনে শুটিং করতে যাচ্ছি। সেখানে এখন প্রতিকূল আবহাওয়া। গল্পের সঙ্গে মানানসই লোকেশন পাচ্ছি, সেই সঙ্গে মিলছে কারিগরি সহায়তা। সবার আশীর্বাদ নিয়ে শুটিং শুরু করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতিকূলতা পেরিয়ে একটি ভালো সিনেমা নির্মাণ করতে পারি।’
রেদওয়ান রনি মনে করেন, ‘সিনেমা নির্মাণের জন্য প্রথমেই দরকার হয় ভালো চিত্রনাট্য। ‘দম’ যেহেতু সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত, তাই মূল ঘটনার কতোটা রাখা যাবে আর কতোটা রাখা সম্ভব নয়, এর সঙ্গে কতোটা ফিকশন যুক্ত করলে ভালো হবে কিংবা চরিত্রগুলো কতো বড় হবে– পুরো প্রক্রিয়াই ছিলো খুব কঠিন। সেগুলো একটু একটু করে ডেভেলপ করা হয়েছে। শেষ মুহূর্তে হয়তো আরো কিছু যোগ-বিয়োগ হতে পারে।’
মহরতে ‘দম’ সিনেমার চিত্রনাট্যকার সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদকে পরিচয় করিয়ে দেন রেদওয়ান রনি। সিনেমাটির আরেক চিত্রনাট্যকার রবিউল আলম রবি দেশের বাইরে থাকায় মহরতে আসতে পারেননি।

(বাঁ থেকে) শাহরিয়ার শাকিল, পূজা চেরি, আফরান নিশো, রেদওয়ান রনি ও চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)
প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘শুটিংয়ে যাওয়ার আগে সবার দোয়া নিতেই মহরত আয়োজন করা। আমরা এবার এক দমে সিনেমাটির কাজ শেষ করতে চাই। এটি বেশ কঠিন একটি স্ক্রিপ্টের কাজ, তাই এর নির্মাণ প্রক্রিয়াও কঠিন। সিনেমা দেখলেই দর্শকরা সেটি বুঝতে পারবেন। আমরা যেন ঠিকমতো কাজ শেষ করে দর্শকদের সামনে হাজির হতে পারি সেই দোয়া করবেন।’
মহরত অনুষ্ঠানে ‘দম’ টিমকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, পারশা মাহজাবীন, নির্মাতা শিহাব শাহীন, শঙ্খ দাশগুপ্ত, তানিম নূর, সাহিত্যিক-সাংবাদিক আনিসুল হক, গীতিকার কবির বকুল, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস ও নির্মাতার পরিবারের সদস্যরা।
এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত, ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহ প্রযোজিত ‘দম’ মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।
‘দম’ হতে যাচ্ছে রেদওয়ান রনির তৃতীয় সিনেমা। তিনি এর আগে ‘চোরাবালি’ (২০১২) ও ‘আইসক্রিম’ (২০১৬) সিনেমা দুটি পরিচালনা করেন। ‘চোরাবালি’র জন্য সেরা সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এসেছে তার ঘরে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এই নির্মাতা। সব ব্যস্ততা কাটিয়ে নতুন সিনেমা নিয়ে ফিরছেন তিনি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
