Connect with us

বলিউড

জন্মদিনে ‘কিং’ ঝলকে দুর্দান্ত রূপে হাজির শাহরুখ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘কিং’ সিনেমার পোস্টারে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

প্রতিবছরের ২ নভেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘এসআরকে’ দিবস হিসেবে উদযাপিত হয়। এবার দিনটি আরো বর্ণাঢ্য হয়ে উঠলো। আজ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬০তম জন্মদিনে প্রকাশ্যে এলো তার বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার নাম উন্মোচনের ভিডিও। এতে নাম ভূমিকায় তাকে কালো ও সাদা চুলের মিশ্রণে দুর্দান্ত রূপে দেখা গেলো। এ নিয়ে ভক্তরা বেশ রোমাঞ্চিত।

ধারণা করা হচ্ছিলো, শাহরুখের এবারের জন্মদিনেই প্রকাশ হবে ‘কিং’ সিনেমার প্রথম ঝলক। ভক্তদের সেই আশা পূরণ হয়েছে। ১ মিনিট ১১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির শুরুতে নেপথ্যে শাহরুখকে বলতে শোনা যায়, ‘কয়টি খুন করেছি, মনে নেই। তারা ভালো মানুষ ছিলো নাকি খারাপ, কখনো জানতে চাইনি। শুধু তাদের চোখ দেখে বুঝেছি, এটাই শেষ নিশ্বাস আর আমিই এর কারণ।’

‘কিং’ সিনেমায় শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

এরপর শাহরুখ বলেন, ‘হাজার অপরাধে দেশে দেশে কুখ্যাত, দুনিয়া শুধু দিয়েছে একটাই নাম– কিং।’ ভিডিওর সবশেষে তিনি বলেন, ‘ভয় নয়, আমি আতঙ্ক।’ একটি দৃশ্যে তাকে ‘কিং অব হার্টস’ কার্ড অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেখা যায়। ভক্তরা এই দৃশ্যকে পর্দা ও বাস্তবে তার চিরস্থায়ী ‘কিং অব হার্টস’ আসনের প্রতীকী হিসেবে দেখছে।

‘কিং’ সিনেমায় শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

‘কিং’-এর নাম ঘোষণার ঝলকে উল্লেখ রয়েছে, ২০২৬ সালে মুক্তি পাবে এটি। প্রথম ঝলকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ধুন্ধুমার অ্যাকশন ধাঁচের বিনোদনমূলক এই সিনেমা দর্শকদের ‘নতুন এসআরকে অভিজ্ঞতা’ দেবে।

‘কিং’ সিনেমায় শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’ (২০২৩) সিনেমার পর দ্বিতীয়বার একসঙ্গে জোট বেঁধেছেন তারা। এটি যৌথভাবে প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও সিদ্ধার্থের মারফ্লিক্স পিকচার্স।

‘কিং’ সিনেমায় শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

‘কিং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখছেন শাহরুখের মেয়ে সুহানা খান। এতে তাদের পাশাপাশি আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, জ্যাকি শ্রফ, অক্ষয় ওবেরয়, অভয় ভার্মা, করণবীর মালহোত্রা। তাদের মধ্যে ২০ বছর পর শাহরুখের সঙ্গে অভিনয় করছেন রানি। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ। এর শুটিং হয়েছে পোল্যান্ডে।

‘কিং’ সিনেমায় শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

এদিকে গতকাল মধ্যরাতে মুম্বাইয়ের আলিবাগে নিজের বাগানবাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ জনদের নিয়ে ৬০তম জন্মদিনের কেক কেটেছেন শাহরুখ খান। অনুষ্ঠানে অতিথি ছিলেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা, নাতি অগস্ত্য নন্দা, অভিনেতা বেদাং রায়না, পরিচালক ফারাহ খান, করণ জোহর, অভিনেত্রী রানি মুখার্জি, অনন্যা পান্ডেসহ অনেকে।

‘কিং’ সিনেমায় শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

প্রতিবছর ২ নভেম্বর বান্দ্রার সমুদ্রমুখী বাড়ি মান্নতের সামনে শাহরুখের দেখা পাওয়ার আশায় থিকথিক করে ভক্তদের ভিড়। তাকে একঝলক দেখতে ভবনটির সামনে দেশ-বিদেশের অগুনতি ভক্তসমাগম দেখা যায়। তাদের সামনে এসে দুই হাত দু’পাশে ছড়িয়ে চিরচেনা পোজ দেন তিনি। কয়েক মিনিটের দর্শনে কখনো হাত নাড়েন, কখনো ছুড়ে দেন চুম্বন। তাতেই উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। নিজেকে ঘিরে এই উদ্দীপনা বেশ উপভোগ করেন তিনি। কিন্তু গত বছর জন্মদিনে নিরাপত্তার কথা মাথায় রেখে মান্নতের ব্যালকনিতে দেখা দেননি শাহরুখ। আর মান্নতে এখন সংস্কারের কাজ চলছে। এ কারণে সপরিবারে ভাড়ায় একটি অ্যাপার্টমেন্টে থাকছেন তিনি। এবারও নিরাপত্তার কারণে অধীর অপেক্ষায় থাকায় ভক্তদের আশাভঙ্গ করেছেন এই অভিনেতা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ