ওটিটি
‘তোমার জন্য মন’ নিয়ে ওটিটিতে ইয়াশ-তটিনী জুটি

ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: চরকি)
বেশ কিছু নাটকে একসঙ্গে কাজের পর এবার ওয়েব ফিল্মে জুটি বাঁধলেন অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘তোমার জন্য মন’-এ দেখা যাবে তাদের রসায়ন। এতে মফস্বলে বেড়ে ওঠা একজোড়া তরুণ-তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তারা।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ৫ নভেম্বর দিবাগত রাত ১২টায় (৬ নভেম্বর) মুক্তি পাবে শিহাব শাহীন পরিচালিত ‘তোমার জন্য মন’। আজ (২ নভেম্বর) দুপুরে এর ট্রেলার প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
সিনেমাহলের জন্য ‘দাগি’ নির্মাণের পর ‘তোমার জন্য মন’-এর মাধ্যমে আবার ওটিটিতে ওয়েব ফিল্ম নিয়ে ফিরছেন শিহাব শাহীন। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি নিজেই। তার কথায়, ‘এটি একটি ফিল গুড রোমান্টিক গল্পের কনটেন্ট। এর আগে আমার আর চরকির মধ্যে কেমন গল্প করা যায়, কী করলে ভালো হয়– এসব নিয়ে কথা হয়েছে। কিন্তু এবার আমিই গল্প ঠিক করে বলেছি এটি বানাতে চাই।’

তানজিম সাইয়ারা তটিনী, শিহাব শাহীন ও ইয়াশ রোহান (ছবি: চরকি)
শিহাব শাহীন বলেন, ‘বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো– এই দুটি প্রবাদের ভাবনা ও দর্শন রয়েছে গল্পে। অনেক সময় মানুষের নাম অনেক বড় হয়ে সামনে আসে, কিন্তু মানুষ তার কাজেই সবচেয়ে বড় হয়। এই ভাবনা নিয়েই গল্প আবর্তিত হয়েছে।’
ওয়েব ফিল্মটিতে পিউ চরিত্রে অভিনয় করেছেন তটিনী। নির্মাতার অফিসে গল্পটি প্রথম শোনেন তিনি। তার কথায়, ‘গল্পটি অর্ধেকের মতো শোনার পর যেমন ধারণা করেছিলাম, শেষে সেরকম তো হলোই না; বরং অপ্রত্যাশিত কিছু একটা হলো। এটাই আমাকে এই ফিল্মের সঙ্গে যুক্ত হতে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো। তাই শিহাব ভাইকে তৎক্ষণাৎ জানাই কাজটি করতে চাই।’
এ নিয়ে দ্বিতীয়বার শিহাব শাহীনের পরিচালনায় কাজ করলেন তটিনী। পিউ চরিত্রটি নিয়ে তার ভাষ্য, ‘পিউ একটু সিদ্ধান্তহীনতায় ভোগা আবেগপ্রবণ মেয়ে। একটি ঘটনা তার আত্মোপলব্ধি ঘটায় ও জীবনের কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে।’

ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: চরকি)
অন্যদিকে প্রভাবশালী পরিবারের ছেলে রওনক চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। ছেলেটি নিজের পরিচয় ও কর্মে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, ‘শিহাব শাহীন ভাই স্ক্রিপ্ট দেয়ার আগে আমার শিডিউল ফাঁকা আছে কিনা জানতে চেয়েছিলেন। আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম। সময়ও ফাঁকা ছিলো না। তারপরও স্ক্রিপ্ট পাঠাতে বললাম। গল্পটি পড়ার পর মনে হলো এই ফিল্মে কাজ করা দরকার। অন্য যেসব কাজ ছিলো তাদের সঙ্গে কথা বলে, সময় বের করে শিহাব শাহীন ভাইয়ের কাজটি করেছি।’
ওয়েব ফিল্মটির বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছে যশোরে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতে কিছু কাজ করেছেন কলাকুশলীরা। শুটিং সেটে নির্মাতা শিহাব শাহীন বকা দেবেন কিংবা চাপে রাখবেন ভেবেছিলেন ইয়াশ ও তটিনী। কিন্তু দুই জনই বললেন, ‘শিহাব শাহীন ভাই রাফ অ্যান্ড টাফ থাকেন ঠিকই, কিন্তু বকা দেয়া বা চাপে রাখার যেসব কথা শুনেছি, সেগুলোর কিছুই দেখিনি। বরং আমরা খুব মজার শিহাব শাহীনকে পেয়েছি। আমাদের ধারণা, তার উপস্থিতি গম্ভীর বলে হয়তো তাকে অনেকের রাগী মনে হতে পারে।’

‘তোমার জন্য মন’ ওয়েব ফিল্মের পোস্টারে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: চরকি)
‘তোমার জন্য মন’-এ আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান। অতিথি চরিত্রে আছেন সালাহউদ্দিন লাভলু। গান তৈরি করেছেন ইমন চৌধুরী। আবহসংগীত করেছেন খৈয়াম শানু সন্ধি।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনির প্রতিশ্রুতি, ‘শিহাব শাহীন পরীক্ষিত একটি নাম। এর আগেও চরকির ফিল গুড রোমান্টিক গল্পে দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার তার সঙ্গী ইয়াশ-তটিনী জুটি। সব মিলিয়ে নিশ্চয়ই দর্শকরা আবার একটি দারুণ কনটেন্ট পেতে যাচ্ছেন।’
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
