সিনেমা হল
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’, দর্শকদের জন্য বিশেষ অফার

হুমায়ূন আহমেদ (জন্ম: ১৩ নভেম্বর, ১৯৪৮, মৃত্যু: ১৯ জুলাই, ২০১২)
নন্দিত কথাসাহিত্যিক ও ফিল্মমেকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আগামী ১৩ নভেম্বর। এ উপলক্ষে তাঁর পরিচালিত তিনটি ও তাঁর উপন্যাস অবলম্বনে নির্মিত একটি সিনেমা নিয়ে বিশেষ আয়োজন করেছে দেশের অভিজাত মাল্টিপ্লেক্স সিনেমাহল স্টার সিনেপ্লেক্স। আগামী ৭ থেকে ১৩ নভেম্বর এগুলোর প্রদর্শনীর মধ্য দিয়ে উদযাপন করা হবে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’। এক্ষেত্রে দর্শকদের জন্য থাকছে কাউন্টার থেকে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি অফার।
স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও সামরিক জাদুঘর শাখায় সাত দিন ধরে চলবে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘ঘেটুপুত্র কমলা’ (২০১২), ‘আমার আছে জল’ (২০০৮) ও ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭) এবং তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭)।

‘আমার আছে জল’ সিনেমায় জাহিদ হাসান ও মেহের আফরোজ শাওন (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম
‘নয় নম্বর বিপদ সংকেত’-এ অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, ফারুক আহমেদ প্রমুখ। ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওনসহ আরও অনেকে। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, মামনুন ইমন, আফসান আরা বিন্দু, রুমানা মালিক মুনমুন, মোশাররফ করিমসহ অনেকে। এটি শ্রেষ্ঠ সিনেমা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

‘ঘেঁটুপুত্র কমলা’ সিনেমায় মামুন (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম
হুমায়ুন আহমেদ পচিালিত সর্বশেষ সিনেমা ‘ঘেটুপুত্র কমলা’য় রয়েছে ব্রিটিশ আমলে ময়মনসিংহ অঞ্চলে ঘেটুশিল্পীদের প্রতি তৎকালীন স্থানীয় জমিদারদের আচরণের গল্প। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুন, শামীমা নাজনীন প্রমুখ। ৮৫তম অস্কারের সেরা বিদেশি ভাষার সিনেমা বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনীত করা হয় ‘ঘেটুপুত্র কমলা’।

স্টার সিনেপ্লেক্সের ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সাংস্কৃতিক জগতে হুমায়ূন আহমেদ একটি জাদুকরি নাম। সাহিত্য, নাটক ও সিনেমায় তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা বিস্ময়কর। মৃত্যুর পরও তিনি অমর হয়ে আছেন অগণিত মানুষের হৃদয়ে। তাঁর সিনেমাগুলো আমাদের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিলো। কয়েকটি সিনেমার প্রিমিয়ারও হয়েছিলো আমাদের মাল্টিপ্লেক্সে। তাঁর প্রতি দর্শকদের পাশাপাশি আমাদের অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা। তাই গুণী মানুষটির ৭৭তম জন্মবার্ষিকী আমরা দর্শকদের নিয়ে বিশেষভাবে উদযাপন করতে চাই। সেজন্যই এই আয়োজন। আশা করি, দর্শকরা উপভোগ করবেন।’
মেসবাহ উদ্দিন আহমেদ যোগ করেন, ‘যারা আগে বড় পর্দায় সিনেমাগুলো দেখতে পারেননি তাদের জন্য একটা সুযোগ তৈরি হবে। হুমায়ূন আহমেদের সিনেমা মানেই ভিন্নরকম এক আনন্দ। নতুন করে আবার দর্শকদের সেই আনন্দ উপভোগের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত। এ আয়োজনে আমাদের সহযোগিতা করার জন্য ইমপ্রেস টেলিফিল্মকে বিশেষ ধন্যবাদ জানাই।’
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
