ঢালিউড
পাইকগাছায় স্কুল মাঠে ‘দেলুপি’র প্রিমিয়ারে আবেগাপ্লুত স্থানীয়রা

পাইকগাছায় ‘দেলুপি’ সিনেমার প্রিমিয়ার মঞ্চে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম (ছবি: ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন)
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়ে গেলো মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দেলুপি’র প্রিমিয়ার। শত শত দর্শক প্রিয়জনদের নিয়ে এটি উপভোগ করেন। তাদের অনেকের হাতে ছিলো সিনেমার রঙিন পোস্টার। গ্রামের স্কুল মাঠ তখন রূপ নেয় এক আনন্দ উৎসবে।
গত ৬ নভেম্বর বিকেল ৪টায় শুরু হয় ‘দেলুপি’র প্রদর্শনী। পর্দায় নিজেদের গল্প দেখে আবেগাপ্লুত হয়েছেন স্থানীয়রা। সিনেমার প্রদর্শনী শেষে দর্শকদের চোখে-মুখে ছিলো উচ্ছ্বাস ও আবেগের ঝলক।
দেলুটি গ্রামের বাসিন্দা শামীমা আক্তার বলেন, ‘আমাদের এলাকার নামেই সিনেমা হয়েছে, এটা ভাবতেই গর্ব লাগে। সিনেমাটি খুব বাস্তব, যেন আমাদের জীবনের গল্প।’

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে দর্শকরা (ছবি: ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন)
স্থানীয় ৫ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য বদিয়ার রহমানের আশা, এই সিনেমার সুবাদে তাদের নিয়তি বদলাবে। তার কথায়, “নদীভাঙন আমাদের নিয়তি ছিলো। কিন্তু সেই ভাঙনের কারণেই আমরা নিজেদের সংগ্রাম বড় পর্দায় দেখতে পারছি। ‘দেলুপি’র মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনযাপনের নিদারুণ বাস্তবতা ও দুঃখ-দুর্দশার কথা অসংখ্য মানুষের কাছে পৌঁছাবে।”
খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারাই এই সিনেমায় অভিনয় করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য– চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ অনেকে।

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে দর্শকরা (ছবি: ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন)
‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ ওয়েব সিরিজের নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবনধারা নিয়ে পরিচালনা করেছেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দেলুপি’। তিনি বলেন, “এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্কের গল্পে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে ‘দেলুপি’র গল্প লেখা। এর সঙ্গে স্থানীয়দের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষ নিজেদের জীবনকে খুঁজে পাবেন। স্থানীয় মানুষদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত। এই ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।”

পাইকগাছায় ‘দেলুপি’ সিনেমার প্রিমিয়ার মঞ্চে গানের আয়োজন (ছবি: ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন)
প্রিমিয়ারে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সবাই এই সিনেমাকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন।

‘দেলুপি’ সিনেমার দৃশ্য (ছবি: ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন)
ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন প্রযোজিত ‘দেলুপি’ সিনেমাহলে মুক্তি পেয়েছে আজ (৭ নভেম্বর)। সারাদেশের বড় পর্দায় এটি মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর। এতে রয়েছে তরুণ-তরুণীর প্রেম, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম, রাজনীতিসহ গ্রামবাংলার সাধারণ মানুষের টিকে থাকার লড়াইয়ের কিছু মুহূর্ত। সিনেমাটির ‘গোধুলী লগ্নে’ গানে প্রয়াত চিত্রনায়ক মান্নাকে শ্রদ্ধা জানানো হয়েছে। এটি লিখেছেন পলাশ কুমার ঘোষ ও ওমর মাসুম। তাদের সঙ্গে মিলে এই গানে কণ্ঠ দিয়েছেন তপেশ চক্রবর্তী। তিনিই সংগীতায়োজন করেছেন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
