Connect with us

বলিউড

৪২ বছর বয়সে মা হলেন ক্যাটরিনা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (ছবি: এক্স)

বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রথম সন্তান জন্ম নিলো। আজ (৭ নভেম্বর) ফুটফুটে একটি পুত্রসন্তান হয়েছে তাদের। এর মধ্য দিয়ে দুই তারকার সুখের সংসারে নতুন ও আনন্দময় অধ্যায়ের সূচনা হলো। ৪২ বছর বয়সে প্রথমবার মা হলেন ক্যাটরিনা। তবে ছেলের নাম এখনো জানাননি তারা। 

সোশ্যাল মিডিয়ায় হৃদয়ের ইমোজি জুড়ে দিয়ে এই দম্পতি লিখেছেন, ‘আমাদের আনন্দের সোনামণি চলে এসেছে। অঢেল ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি। ৭ নভেম্বর, ২০২৫ – ক্যাটরিনা ও ভিকি।’

 

View this post on Instagram

 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

গত সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা সন্তানসম্ভবা হওয়ার সুখবর দেন। এতে দেখা গেছে, তার বেবি বাম্প স্পর্শ করে আছেন ভিকি কৌশল। ইনস্টাগ্রামে তারা লিখেছেন, ‘অঢেল ভালোবাসা ও কৃতজ্ঞচিত্তে আমরা জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি।’ এরপর থেকে শুরু হয় তাদের দিন গোনা।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (ছবি: ইনস্টাগ্রাম)

সন্তানের মা-বাবা হওয়ায় ক্যাটরিনা ও ভিকিকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও বলিউড তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য– কৃতি স্যানন, প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, কারিনা কাপুর খান, সোনম কাপুর, রাকুল প্রীত সিং, বাণী কাপুর, হুমা কুরেশি, মাধুরী দীক্ষিত, বিপাশা বসু, দিয়া মির্জা, নেহা ধুপিয়া।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

২০২১ সালের ৯ ডিসেম্বর ভারতের রাজস্থানে পাঁচতারকা হোটেল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘরোয়া পরিসরে বিয়ের বন্ধনে জড়ান ক্যাটরিনা ও ভিকি। ঘর বাঁধার প্রায় চার বছর পর সন্তানের মা হলেন ক্যাটরিনা। এরমধ্যে প্রায় দুই বছর ধরে বড় পর্দা থেকে দূরে আছেন তিনি।

ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে ক্যাটরিনাকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ