সিনেমা হল
শিকার করার খেলায় নতুন ‘প্রিডেটর’ এলো বাংলাদেশে

‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ সিনেমার পোস্টারে ডিমিট্রিয়াস শুস্টার কোলোয়ামাটাঙ্গি ও এল ফ্যানিং (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স)
বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজের নতুন কিস্তি মুক্তি পেলো। ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ নামের এই সিনেমা পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের ড্যান ট্রাখটেনবার্গ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী এল ফ্যানিং ও নিউজিল্যান্ডের অভিনেতা ডিমিট্রিয়াস শুস্টার কোলোয়ামাটাঙ্গি। আজ (৭ নভেম্বর) টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওসের পরিবেশনায় আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে এই সিনেমা। একইসঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সব শাখায় দেখা যাচ্ছে এটি।
প্রিডেটর হচ্ছে এক ধরনের ভয়ঙ্কর মহাজাগতিক ভিনগ্রহের প্রাণী, যারা প্রযুক্তিতে মানুষের চেয়ে অনেক এগিয়ে। বিভিন্ন সময় তারা বিভিন্ন গ্রহে গিয়ে প্রতিযোগিতামূলক শিকার করার খেলায় অংশ নেয়। শিকার করার এই খেলা মূলত প্রিডেটরদের যোদ্ধা হিসেবে সম্মাননা পাওয়ার একটি আনুষ্ঠানিকতা। একটি নির্দিষ্ট সময় পরপর প্রিডেটরদের কোনো একজন সদস্য স্বীকৃতি পেতে এই শিকার করার খেলায় নামে। তারা মানুষসহ অন্যান্য বিপজ্জনক প্রাণীকে শিকার করে শিরদাঁড়াসহ মাথার খুলি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়।

‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ সিনেমার পোস্টারে এল ফ্যানিং ও ডিমিট্রিয়াস শুস্টার কোলোয়ামাটাঙ্গি (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স)
১ ঘন্টা ৪৭ মিনিট দৈর্ঘ্যের ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ সিনেমার গল্প এক তরুণ যোদ্ধা ডেককে কেন্দ্র করে, যে নিজের অস্তিত্ব ও সম্মান রক্ষায় ভয়ঙ্কর এক অভিযানে নামে। নিজের দুর্বলতা ও কোমল স্বভাবের কারণে গোত্রের কাছে তুচ্ছ হয়ে পড়েছে সে। অথচ ডেকের মুখে ভৌতিক দাঁতের সারি ও ভয়ঙ্কর ম্যান্ডিবল নখর। ছেলের মাঝে দুর্বলতা দেখে কঠোর বাবা তাকে হত্যা করতে চায়। কিন্তু ডেক পালায় দূরের এক গ্রহে, যেখানে অপেক্ষা করছে ভয়ঙ্কর দানব কালিস্ক, যাকে তার বাবাও ভয় পায়। বংশের সম্মান পুনরুদ্ধার করতে কালিস্ককে হত্যা করার শপথ নেয় ডেক। পথে দুই রোবট-মানব বায়োক্লোন যমজ থিয়া ও টেসার সঙ্গে তার দেখা হয়। থিয়া নির্ভার, হাসিখুশি ও ভুলভ্রান্তিতে ভরা এক রোবট-মানব। সে ডেকের সঙ্গে গড়ে তোলে এক অদ্ভুত বন্ধুত্ব। সিনেমাটিতে মৃত্যুগ্রহে নিজের প্রজাতির হাতে তাড়া খাওয়া এক মহাজাগতিক প্রাণীর গল্প বলা হয়েছে, যে নিজের ভেতরের ভয়, ভালোবাসা ও অস্তিত্বের অর্থ বুঝে নিতে চায়। এর পরতে পরতে আছে প্রযুক্তি, দর্শন ও আবেগ।
‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজের যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে। হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার ছিলেন সিরিজটির প্রথম সিনেমার নায়ক। বক্স অফিসে দারুণ সাফল্য পায় এটি। এরপর প্রায় চার দশক জুড়ে এই ফ্র্যাঞ্চাইজ দর্শকদের উপহার দিয়েছে আরও সাতটি সিনেমা। এ তালিকায় রয়েছে ‘প্রিডেটর টু’ (১৯৯০), ‘প্রিডেটরস’ (২০১০), ‘দ্য প্রিডেটর’ (২০১৮) ও ২০২২ সালে ‘প্রেই’। চলতি বছরের শুরুতে মুক্তি পায় অ্যানিমেটেড স্পিন-অব ‘প্রিডেটর: কিলার অব কিলারস’। এছাড়া ক্রসওভার সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে ‘এলিয়েন ভার্সেস প্রিডেটর’ (২০০৪) ও ‘এলিয়েন ভার্সেস প্রিডেটর: রিকুইয়েম’ (২০০৭)। সবক’টিতেই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে মানুষের সঙ্গে অচেনা শিকারির লড়াইকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে দর্শকদের পছন্দের তালিকায় থাকে এই ফ্র্যাঞ্চাইজ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
